ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নারী দলের স্পন্সর কোকাকোলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪ ১০:৫৬

বিসিবির সংবাদ সম্মেলন। ছবি সংগৃহীত বিসিবির সংবাদ সম্মেলন। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী ২১ মার্চ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার (নারী দল) মধ্যকার ওয়ানডে সিরিজ। এই সিরিজের আগে বাংলাদেশ নারী দলের কিট স্পন্সর হয়েছে কোকাকোলা। একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে বেভারেজ পার্টনার হিসেবে চুক্তি করেছে বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা। 


সোমবার (১৮ মার্চ) সংবাদ সম্মেলন করে কোকাকোলার সঙ্গে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

কোকাকোলার সাথে চুক্তির বিষয়টি ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেট প্রেমীদের অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে ক্ষোভ। 

গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বের বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে পণ্যটি বয়কট করেছে। বাংলাদেশ সরকার তেমন সিদ্ধান্ত না নিলেও আপামর জনতাদের কেউ কেউ বয়কট করেছে এই পণ্য। 

উল্লেখ্যঃ কিট স্পন্সর হিসেবে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করবে। আর বেভারেজ পার্টনার হিসেবে বিসিবির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’