ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩ ১৮:৩৬

সাবেক ভারতীয় অধিনায়ক মিতালি রাজ ও বর্তমান অধিনায়ক হারমানপ্রীত কৌর। ফাইল ছবি সাবেক ভারতীয় অধিনায়ক মিতালি রাজ ও বর্তমান অধিনায়ক হারমানপ্রীত কৌর। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বাংলাদেশ সফরে এসে শেষটায় যে কাণ্ড ঘটিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়ক হারমানপ্রীত কৌর, তাতে রীতিমতো সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি। এবার তাতেই ক্ষেপেছেন ভারতীয় কিংবদন্তি নারী ক্রিকেটার মিতালি রাজ। ভারতীয় ক্রিকেটের এই রোল মডেল হারমানপ্রীত কৌরের উপর প্রকাশ করেছেন ভীষণ অসন্তোষও।

সাবেক ভারতীয় অধিনায়ক মিতালি রাজের মতে, বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে যে আচরণ করেছেন হারমানপ্রীত, তা মোটেও গ্রহণযোগ্য নয়। বরং সেই আচরণের জন্য তাকে ক্ষমা করা উচিত নয় বলেও জানান মিতালি। এমনকি ট্রফি নিয়ে ফোটোসেশনের সময় বাংলাদেশ দলের সঙ্গে ভারতীয় অধিনায়কের ওমন আচরণ করাকে লজ্জাজনকও বলেছেন তিনি।

ভারতীয় এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে লেখা নিজের এক কলামে মিতালি লেখেন, ‘হারমান ভালোখেলোয়াড়। অসংখ্য বাচ্চাদের কাছে ও রোল মডেল। দায়িত্ববান ক্রিকেটার হিসেবে যে কাউকে মাঠে এবং মাঠের বাইরে সম্মানজনক আচরণ করতে হবে। আগে মেয়েদের ক্রিকেটের এত সম্প্রচার হত না বা সোশ্যাল মিডিয়ায় মহিলা ক্রিকেটের এতটা অস্তিত্ব ছিল না। এখন সবকিছু জনসক্ষমে আছে। আর যা কিছু ঘটতে দেখে, তা অনুকরণ করার চেষ্টা করে বাচ্চারা। যারা খেলাটাকে পেশা হিসেবে নিতে যায়। আগ্রাসী হওয়ার মধ্যে কোনও ভুল নেই। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আবেগের বহিঃপ্রকাশেও কোনও ভুল নেই। কিন্তু কেউ এটা ভুলে গেলে চলবে না যে কোনও ব্যক্তির ঊর্ধ্বে আছে খেলাটা। তার ওরকম আচরণ ক্ষমার যোগ্য নয়। ম্যাচে যা হয়, সেটা ওখানেই রেখে আসা উচিত।’

আচরণ ভঙ্গের দায়ে অবশ্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে ইতিমধ্যেই শাস্তি পেয়েছেন হারমানপ্রীত কৌর। ইতিমধ্যে দুটি আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে। 

এদিকে মাঠে বাজে আম্পায়ারিংয়ের শিকার খেলারই অংশ মনে করেন মিতালি রাজ। কিন্তু তার জন্য এমন আচরণ গ্রহনযোগ্য নয় বলেও মনে করেন তিনি। মিতালি আরও বলেছেন, ‘২০১৬ সাল থেকে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছে হারমআন। ফলে ও ভালোভাবেই নিয়মকানুন (প্রোটোকল) জানে। কিছুদিন আগেই মহিলা ক্রিকেটে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) চালু করা হয়েছে। তার আগে তো বহুবার বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে খেলোয়াড়রা। কিন্তু আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’

উল্লেখ্য, গত শনিবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন হারমানপ্রীত। তাতেই অবশ্য ক্ষান্ত ছিলেন না ভারতীয় অধিনায়ক। এরপর আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি করার পাশাপাশি, ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনা করেছেন তিনি। এছাড়া সিরিজ ড্র হওয়াতে বাংলাদেশ ও ভারতীয় দলের ট্রফি ফটোসেশনেও বাংলাদেশ দলকে নিয়ে বাজে মন্তব্য করেন তিনি। তাতেই আইসিসির থেকে সর্বোচ্চ শাস্তিই দেওয়া হয়েছে হারমানপ্রীত কৌরকে।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’