ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

ব্যবসা নেই নারী ক্রিকেটে, ঐতিহাসিক সিরিজ দেখাবে না কোন চ্যানেল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৪ ১৪:৫৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলা মোটেও সহজ কিছু নয় তামিম-সাকিবদের জন্য। এমন জটিল অবস্থায় বাংলাদেশ নারীরা পাচ্ছে সেই সুযোগ। আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের ওয়ানডে সিরিজ। নারীদের জন্য এই ঐতিহাসিক সিরিজ সম্প্রচার করতে রাজি হয়নি দেশের কোন টিভি চ্যানেল। ফলে টেলিভিশনের পর্দায় খেলা দেখার সুযোগ থাকছে না। 

 

টেলিভিশনে খেলা দেখার সুযোগ না থাকলেও ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ দেখাবে বিসিবি। এই সিরিজটির গুরুত্ব বিবেচনায় ঢাকার বাইরে আয়োজন করা হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পুরুষ দলের পূর্ণাঙ্গ সিরিজ। সিলেটে টি-টোয়েন্টি ও চট্টগ্রামে ওয়ানডে পর টেস্ট সিরিজও ঢাকার বাইরেই রাখা হয়েছে। কেননা, ঢাকাতেই এই সিরিজটি আয়োজন করতে চেয়েছিল বোর্ড।

বাংলাদেশ ও অজিদের মধ্যকার ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বৃহস্পতিবার (২১ মার্চ)। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৪ মার্চ ও ২৭ মার্চ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এই সিরিজের ম্যাচগুলো হবে ৩১ মার্চ, ২ এপ্রিল এবং ৪ এপ্রিল।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

গোল্ড হাতছাড়া হলেও চলমান এশিয়ান গেমসে বাংলাদেশের সামনে ছিলো ব্রোঞ্জ পদক জেতার সুযোগ।