আইসিসির পুরস্কার হাতে পেলেন নাহিদা
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪ ২১:০২
নট আউট ডেস্কঃ (রমাদান মোবারক), সাকিব আল হাসান নতুন জুতা পড়ে মাঠে আসলেও তা হয় সংবাদের শিরোনাম। যত্নে রাখা ব্যাট অন্য কেউ ধরলে রাগ হয় মুশফিকুর রহিম। সেটিও প্রচার করা যায় মহাগুরুত্বের সাথেই। এদেশের মানুষের কাছে ক্রিকেট প্রাণের খেলা। যদিও মূল ফোকাসে থাকে কেবল তামিম-সাকিব অথবা তাদের সতীর্থরা।
দেশের নারী ক্রিকেটারদের নিয়ে খুব একটা আগ্রহ থাকে না সাধারণ দর্শক থেকে শুরু করে কর্তাদেরও। খুব বড় সাফল্য না পেলে সংবাদের শিরোনাম হওয়া রীতিমত যুদ্ধ জয়ের সমান। এবার এমন এক সাফল্যের পুরস্কার হাতে পেয়েছেন নারী দলের সদস্য নাহিদা আক্তার।
গত বছরের নভেম্বরে হয়েছিলেন আইসিসি মাসসেরা ক্রিকেটার। প্রথম বাংলাদেশি হিসেবে নিজেকে ইতিহাসে যুক্ত করেন নাহিদা। এবার সেই পুরস্কার হাতে পেয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৯ মার্চ) মিরপুরের শের-ই-বাংলায় নাহিদার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন।
-নট আউট/এমআরএস
স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা
ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...
পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
গোল্ড হাতছাড়া হলেও চলমান এশিয়ান গেমসে বাংলাদেশের সামনে ছিলো ব্রোঞ্জ পদক জেতার সুযোগ।
আপনার মূল্যবান মতামত দিন: