ওয়ানডেতে প্রথমবার ভারত বধ বাংলাদেশের
নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ০১:২৬
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ০১:২৬
৪০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। গেটি ইমেজ
নট আউট ডেস্কঃ ভারতের মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোখে চোখ রেখে লড়াই করেছিল বাংলাদেশের মেয়েরা। যদিও নিজেদের ভুলে সিরিজ হারের আক্ষেপে পুড়তে হয়েছিল টাইগ্রেসদের। তবে ওয়ানডে সিরিজে শুরুতেই দাপট দেখাল নিগার সুলতানা জ্যোতির দল।
রোববার (১৬ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ম্যাচে ৪০ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। যার সুবাদে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেল নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
এই বিভাগের জনপ্রিয় খবর
স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা
ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...
হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি
আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’
আপনার মূল্যবান মতামত দিন: