ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লাল বলের যুগে বাংলার মেয়েরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩ ২১:৩৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ২০২১ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঝে প্রায় দুই বছর চলে গেলেও এই সংস্করণে খেলা হয়নি বাংলাদেশের। তবে আক্ষেপ অধ্যায়ের ইতি ঘটলো নারী ক্রিকেটারদের। লাল বলের ক্রিকেটে যুক্ত হলো মেয়েরা। 

 

৩০ মার্চ (বৃহস্পতিবার) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয়েছে মেয়েদের ক্রিকেট লিগ (বিসিএল)।মেয়েদের এই টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন বিখ্যাত নদীর নামে গঠিত হয়েছে তিনটি দল। 

 

মেয়েদের এই টূ্র্ণামেন্ট নিয়ে শীর্ষ একটি গণমাধ্যমকে নাদেল বলেন, ‘আমরা আশাবাদী এই টুর্নামেন্টের মাধ্যমে ধীরে ধীরে মেয়েরা টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারবে। প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা লাল বলে খেলছে। আমরা অন্তত আরও বছর খানেক লাল বলে প্রস্তুতি নেব।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’