ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে জাহানারা, পিংকির করোনা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ০৪:৪৯

জাহানারা আলম ও ফারজানা হক পিংকি। ফাইল ছবি জাহানারা আলম ও ফারজানা হক পিংকি। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ  আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে নামার আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। করোনা আক্রান্ত হওয়ায় অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক পিংকিও বাদ পড়েছেন।


শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি। তাদের দুজনের বদলিও ঘোষণা করা হয়েছে। জাহানারার জায়গায় ডাক পেয়েছেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। পিংকির বদলি হিসেবে ডাক পান সোহেলী আক্তার। শুক্রবার বিসিবি জানায়, বদলি দুই ক্রিকেটার আগামীকাল আবুধাবিতে দলের সঙ্গে যোগ দিবেন।
আবুধাবিতে বৃহস্পতিবার অনুশীলনের সময় ডানহাতে ব্যথা পেয়েছিলেন জাহানারা। তার হাতে দুটি সেলাই দিতে হয়েছে। করোনা পজিটিভ হওয়ায় পিংকিকে আইসোলেশনে রাখা হয়েছে।


বাছাই পর্বে খেলতে নামার আগে কন্ডিশনে মানিয়ে নিতে গত ৮ সেপ্টেম্বর আবুধাবি গিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে, এখন টুর্নামেন্ট শুরুর আগে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে হারিয়ে চাপে পড়ল বাংলাদেশ শিবির।


আবুধাবিতে টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

 

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’