ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ভালোর কোনো শেষ নেই, অবশেষে বুঝলেন সাইফউদ্দিন!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩ ১৫:২৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলমান ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুর দিকে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ সাইফউদ্দিন বলেছিলেন, ব্যাটিং নিয়ে কি কাজ করবো? আমি তো প্রুভেন। 

সাইফউদ্দিনের এমন মন্তব্যের পর ক্রিকেট পাড়ায় তাকে নিয়ে হয়েছে সমালোচনা। এছাড়াও দিন কয়েক পরেই নিজেও বুঝেছেন ভালোর কোন শেষ নেই। 

ডিপিএলে খেলছেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের হয়ে।  ৯ ম্যাচ খেলে ৪.৯৩ ইকনামি রেট আর ১৬.৮২ গড়ে ১৭ উইকেট নিয়েছেন পেসার। এখন পর্যন্ত লিগে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হলেও খুশি নন সাইফ। 

সাইফউদ্দিন বলেন, ‘অবশ্যই। ভালোর তো কোনো শেষ নেই। আমি আমার বোলিং নিয়ে পুরোপুরি খুশি না। আরও ভালো করতে পারলে আরও ভালো লাগবে। যেহেতু আরও পাঁচ ছয়টা ম্যাচ আছে, সুপার লিগে সবমিলিয়ে। এজন্য চেষ্টা করবো একটা চার বা পাঁচ উইকেট নিতে।’

‘টুর্নামেন্ট শেষে যেন ২৫-৩০ উইকেট পাই ওই প্রস্তুতি নিচ্ছি। শেষ দুই তিনটা ম্যাচ কঠিন পেসারদের জন্য, প্রথম এক দুই ওভার পর আর খুব বেশি কিছু করার থাকে না পেসারদের। তারপরও কঠিন পরিস্থিতি মানিয়ে নেওয়াা জন্য যেটা করা দরকার সেটা নিয়ে ভাবছি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...