ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দ্য হানড্রেড' এর ড্রাফটে সাকিব-তামিমসহ ১৬ বাংলাদেশি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৪ ২৩:৩২

সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ফাইল ছবি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট 'দ্য হানড্রেড' এর ড্রাফটে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তারকা ওপেনার তামিম ইকবালসহ ১৬ বাংলাদেশি ক্রিকেটার। মঙ্গলবার ড্রাফটে থাকা ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে দ্য হানড্রেড কর্তৃপক্ষ। ড্রাফটে নাম লিখিয়েছেন মোট ৩৮৯ বিদেশি ক্রিকেটার। আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে ড্রাফট। 

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান আছেন তৃতীয় সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে। যেখানে সাকিব ছাড়াও রয়েছেন ১৩ ক্রিকেটার। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৪ লাখ টাকা। এদিকে ৬০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৩ লাখ ৫০ হাজার টাকা।

দেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা থাকছেন ৫০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৯ লাখ ৫৯ হাজার টাকা। এছাড়া বাকি বাংলাদেশি ক্রিকেটাররা হলেন যথাক্রমে নাসুম আহমেদ, জাকের আলি, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার। ড্রাফটে একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আছেন পেসার জাহানারা আলম।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...