ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ-সাইফউদ্দিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪ ১৯:৪৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সবার প্রথমে দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকাও দল ঘোষণা করেছে চমক রেখেই। প্রশ্ন ছিল এই তালিকায় কবে নাগাদ যোগ হবে বাংলাদেশ। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল সাজিয়েছে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছে তারা। এরপর দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে তা জানিয়েও দেওয়া হয়েছে। এখন তা আইসিসিতে পাঠানোর অপেক্ষায় আছে।


এদিকে বিভিন্ন সূত্রের বরাতে দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপ দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। চোট কাটিয়ে প্রায় ১৮ মাস পর জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও আছেন।

আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী, আগামী ১ মের মধ্যে আইসিসিতে ১৫ সদস্যের দল পাঠাতে হবে। তবে আগামী ২৪ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। এতে কোনো শর্তের প্রয়োজন হবে না।

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।