ঢাকা | বৃহঃস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২ ০৮:১৩

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল দেড় কোটি রুপিতে এই তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ায় তার পুরনো ফ্র‍্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। এর আগে লিটন দাসকেও দলে ভেড়ায় নাইটরা।

কলকাতার হাত ধরে আইপিএলে সাকিব আল হাসান খেলেছেন দীর্ঘদিন ধরেই। তবে, গতবার আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন এই তারকা অলরাউন্ডার। এবারের আইপিএলের মিনি নিলামেও প্রথম দফায় সাকিবকে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্র‍্যাঞ্চাইজি।

দ্বিতীয় দফায় ফের সাকিবের নাম উঠতেই, ভিত্তিমূল্য দেড় কোটি রূপিতেই সাকিবকে দলে ভেড়ায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

এদিকে এবারই প্রথমবারের মত আইপিএলে ডাক পেলেন লিটন দাস। সপ্তম বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ মিলছে এই তারকা ওপেনারের। খেলবেন সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে কলকাতার জার্সিতে।

এর আগে আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার সুযোগ হয়েছিল। এর মধ্যে সাকিব আর মুস্তাফিজই কেবল আইপিএলের একাধিক আসরে খেলার সুযোগ পেয়েছেন। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...