ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

জয়সওয়ালকে নিয়ে ডাকেটের মন্তব্য, খোঁচা মারলেন রোহিত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ মার্চ ২০২৪ ১৬:১৪

ফর্মের তুঙ্গে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। গেটি ইমেজ ফর্মের তুঙ্গে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সিরিজে এগিয়ে থেকেও স্বাগতিক ভারতের কাছে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে ইংলিশরা। ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে আগামীকাল (৭ মার্চ) মাঠে নামবে এই দু'দল। চলতি এই সিরিজে ব্যাট হাতে ইংলিশ বোলারদের শাসন করে আলোচনার তুঙ্গে রয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। রাজকোটে এই ওপেনার হাঁকিয়েছিলেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি। এর বিশাখাপত্তমেও হাঁকান ডাবল সেঞ্চুরি। 

ধর্মশালায় নামার আগে স্বাভাবিকভাবেই আলোচনায় ফর্মের তুঙ্গে থাকা জয়সওয়াল। এমনকি ইংলিশ ওপেনার বেন ডাকেট তো রীতিমতো এই ভারতীয় ওপেনারকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেই বসলেন, জয়সওয়ালের আক্রমণাত্মক খেলার ভঙ্গিটা ‘বাজবল’ থেকেই অনুপ্রাণিত হয়ে। এমনকি ইংলিশদের দেখেই নাকি বাধ্য হয়ে ভারত খেলছে আক্রমণাত্মক ক্রিকেট।

বেন ডাকেটের এমন মন্তব্যর পর সেটার জবাব দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ধর্মশালা টেস্টের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বেন ডাকেফের মন্তব্যর উত্তর দিতে গিয়ে রোহিত বলেছেন, ‘যশস্বী (জয়সওয়াল) নাকি ডাকেটের (আদতে বাজবল) খেলা দেখে শিখেছে? আমাদের দলে ঋষভ পান্থ নামের এক ক্রিকেটার ছিল। বোধহয় ডাকেট ওর খেলা দেখেনি। তা হলে এই কথা বলত না।’

এদিকে ইংলিশদের আবিস্কৃত ‘বাজবল’কে খোঁচা দিতেও ছাড়েননি ভারতীয় অধিনায়ক। তিনি আরও বলেন, ‘আমি জানি না বাজবলের মানে ঠিক কী। আমি দেখছি না যে কেউ না দেখে ব্যাট চালাচ্ছে। সবাই ক্রিকেটীয় শট খেলছে। গত বারের থেকে এ বারের সফরে ভাল খেলছে ইংল্যান্ড। কিন্তু বাজবল ঠিক কী ধরনের ক্রিকেট সেটা এখনও বুঝতে পারছি না।’

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷