ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি, রাজকোটে বিধ্বস্ত ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪২

অসহায় আত্নসমর্পণ ইংল্যান্ডের। গেটি ইমেজ অসহায় আত্নসমর্পণ ইংল্যান্ডের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ রাজকোট টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ৫৫৭ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছিল রোহিত শর্মার ভারত। সেই টার্গেট তাড়া করতে নেমে রবীন্দ্র জাদেজার স্পিন ঘূর্ণিতে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখে ইংলিশ ব্যাটাররা। তাতেই চার দিনে শেষ রাজকোট টেস্টে৷ ইংলিশদের অল্পতেই গুটিয়ে দিয়ে বড় জয়ে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

রাজকোটে এদিন ৫৫৭ রানের টার্গেটে চর্তুথ ইনিংসে ব্যাট কর‍তে নামে ইংলিশরা। এদিন ইংলিশদের ওপেনিং জুটির স্থায়িত্ব ছিল মোটে ১৫ রানের। প্রথম ইনিংসে দেড়শ পার করা ইনিংস খেলা বেন ডাকেট ফিরেন ১১ রান করে। ৩ রানের ব্যবধানে ফিরে যান আরেক ওপেনার জ্যাক ক্রোলিও। এরপরই ধস নামে ইংলিশ শিবিরে। জাদেজার স্পিন বিষে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। 

এক পর্যায়ে ৫০ রানের মধ্যেই ইংলিশরা হারায় ৭ উইকেট। কার্যত তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। এরপর মার্ক উডের ১৫ বলে ৩৩ রান ইংলিশদের দলীয় একশ রানের আগে গুটিয়ে যাওয়ার হাত থেকেই কেবল করতে পেরেছে রক্ষা। শেষ পর্যন্ত ১২২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ফলে, রেকর্ড ৪৩৪ রানের জয় তুলে নেয় ভারত। স্বাগতিকদের পক্ষে ৫ উইকেট নেন জাদেজা। এছাড়া কুলদীপ নেন ২ উইকেট। 

এর আগে ২ উইকেটে ১৯৬ রান নিয়ে চর্তুথ দিনের খেলা শুরু করে ভারত। এদিন শুভমান গিল শিকার হয়েছে নার্ভাস নাইন্টিজের। অন্যদিকে ফের ডাবল সেঞ্চুরি হাঁকান ভারতীয় ওপেনার জয়সওয়াল। তাতেই ৪ উইকেটে ৪৩০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে পাওয়া লিডে ইংলিশদের ৫৫৭ রানের টার্গেট দেয় স্বাগতিকরা। 

ভারতের পক্ষে ১৪ চার ও ১২ ছক্কায় জয়সওয়াল খেলেন অপরাজিত ২১৪ রানের ইনিংস। এছাড়া ৯ চার ও ২ ছক্কায় শুভমান গিল করেন ৯১ রান। ৬ চার ও ৩ ছক্কায় অভিষিক্ত সরফরাজ খান করেন ৬৮ রান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷