ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরিয়নে বোলারদের একদিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ১৯:৩৩

অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড গড়লেন বাভুমা। গেটি ইমেজ অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড গড়লেন বাভুমা। গেটি ইমেজ

আসসালামু আলাইকুম 

 

নট আউট ডেস্কঃ সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে বসছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বোলারদের দাপটের দিনে এদিন উইকেট পড়েছে মুড়ি মুড়কির মতো। ১৬ উইকেট পতনের দিনে অবশ্য বড় লিডই পেয়েছে স্বাগতিকরা।

সেঞ্চুরিয়নে ৮ উইকেটে ৩১৪ রান নিয়ে দক্ষিণ আফ্রিকা শুরু করেছিল দিন। তবে, এদিন খুব একটা এগুতে পারেনি স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে প্রোটিয়ারা গুটিয়ে যায় ৩৪২ রানে। মার্কো জেনসেন অপরাজিত থাকেন ২৩ রান করে। ক্যারিবীয়দের পক্ষে আলজেরি জোসেফ একাই শিকার করে ৫টি উইকেট। 

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের উইকেট হারায় ক্যারিবিয়ানরা। দ্বিতীয় উইকেট জুটিতে রেইমান রেইফারকে নিয়ে খানিকটা লড়াই করেন তেজনারায়ণ চন্দরপল। তবে এই জুটি হয়নি লম্বা। দলীয় ৫৮ রানের মাথায় ২২ রান করা চন্দরপলের বিদায়ে ভাঙে এই জুটি। 

তৃতীয় উইকেটে ব্ল্যাকউডকে নিয়ে দলকে লড়াইয়ে রাখেন রেইফার। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। থিতু হয়েও ইনিংসটা লম্বা করতে পারেননি ব্ল্যাকউড। ফিরেন ব্যক্তিগত ৩৭ রান করে। একপ্রান্ত আগলে হাফ সেঞ্চুরি তুলে নেন রেইফার। রোস্টন চেজকে নিয়ে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট।

এরপরেই খেই হারায় ক্যারিবিয়ানরা। পরপরই দুই বলেই সাজঘরে ফিরেন এই দুই সেট ব্যাটার। ৬০ রান করা রেইফারের বিদায়ের পরের বলেই চেজ ফিরেন ২২ রান করে। শেষ দিকে আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে, প্রথম ইনিংসে সফরকারীরা গুটিয়ে যায় ২১২ রানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৫টি উইকেট নেন অ্যানরিখ নরকিয়া। 

প্রথম ইনিংসে পাওয়া ১৩০ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধুঁকছে স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করার পর, ১৮ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়েছে দলটি। ১ রান করা ওপেনার ডিন এলগার ফেরার পর, রানের খাতা খোলার আগেই ফিরেন টনি ডি জর্জি ও অধিনায়ক টেম্বা বাভুমা।

দিনের খেলা শেষ হওয়ার আগ মূহুর্তে কিগান পিটারসেনও ফিরেন সাজঘরে। ৬ চারে ৩৩ বলে ৩৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম। দিন শেষ করার আগে ৪৯ রানে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকদা, এগিয়ে ১৭৯ রানে। ক্যারিবিয়ানদের পক্ষে ২টি উইকেট নেন আলজেরি জোসেফ। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷