ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ক্রিকেটে স্বস্তি বুমরাহর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৯:৫১

জসপ্রীত বুমরাহ। ছবি সংগৃহীত জসপ্রীত বুমরাহ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ইনজুরির কারনে সবশেষ এশিয়া কাপে দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। একই কারনে শঙ্কা জেগেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে। বিসিসিআই সভাপতি আশা বাঁধলেও কিছুটা ধোঁয়াশায় রেখেছেন কোচ রাহুল দ্রাবিড়। যদিও ইনজুরি থেকে ফিরে অস্ট্রেলিয়া সিরিজে খুব একটা ভালো করতে পারেননি এই ফাস্ট বোলার। তবে তাকে না পেলে বড় ধরনের চাপেই পড়বে ভারতীয় দল। বুমরাহ অবশ্য মনে করেন ক্রিকেট এমন একটি জায়গা যেখানে তিন স্বস্তি পান।  

বুমরাহ বলেন, 'এটা আমার একটা স্বস্তির জায়গা এবং এটা আমাকে আনন্দ দেয়। আমি ক্রিকেট উপভোগ করি। সেটা যেকোনো ভিন্ন পরিস্থিতি হোক না কেন। বিভিন্ন ব্যাটারকে কীভাবে আউট করা যায়, বিভিন্ন পরিস্থিতিতে অনুশীলন করা এবং যখন বোলিং করি তখন যে সব প্রশ্ন আসে সেগুলোও।'

 

ক্যারিয়ারে খারাপ সময় খুবই স্বাভাবিক একটি বিষয়। যে কোনদিন যে কোন সময় এটি হতে পারে। তবে বাজে দিন গেলে সেটি নিয়ে তিনি পড়ে না থেকে ফলাফলকে গুরুত্ব দেন তিনি। নিজেকে সবসময় চাঙ্গা রাখতে এই পরিকল্পনা মাফিক কাজ করেন বলে জানিয়েছেন। 

 

বুমরাহ বলেন, আমার যদি বাজে দিন যায়, আমি সবকিছু থেকে কিছুক্ষণের জন্য বিরত থাকি। আমার মনে যদি এটা নিয়ে ভাবনা আসে তাহলে আমি ভাবনা অন্য দিকে ঘুরিয়ে দেই। এরপর আমি যখন স্বাভাবিক হই, আমি এগুলো নিয়ে বিশ্লেষণ করি। ভালো দিন বা খারাপ দিন যাই হোক আমি বিশ্লেষণ করি এবং আমি নিজেকে বলি মনে রাখতে হবে কি ফলাফল হয়েছে।' 

 

আরও পড়ুনঃ ধর্ষণ মামলায় আত্মসমর্পণের তারিখ জানালেন লামিচানে

 

ক্রিকেটে তারকা ক্রিকেটারদের খারাপ সময়ে অনেকে বিশ্লেষণ করতে শুরু করেন। এসব মোটেও নতুন কিছু নয়। কেউ স্বপক্ষে কেউ আবার বিপক্ষে অবস্থান নেয়। তবে সব সময় নিজের মূল্যায়নে আস্থা রাখেন বুমরাহ।

 

এ প্রসঙ্গে বুমরাহ বলেন, 'আমি আমার নিজের মূল্যায়নের ওপর নির্ভর করি, কিন্তু যখন আমার কাছে উত্তর না থাকে তখন আমি এমন লোকদের দিকে তাকাই যাদের আমি বিশ্বাস করি এবং যাদের ওপর আমার বিশ্বাস আছে। তারপর আমি কোচের কাছে যাই এবং পরামর্শ চাই। কিন্তু এর পরে আমি জিনিসগুলো বাছাই করি। কারণ দিন শেষে আমি আমার খেলাটা সবার চেয়ে ভালো বুঝি। আমি আমার নিজের মতো করে ক্যারিয়ার তৈরি করেছি।'

 

বুমরাহ জানিয়েছেন, ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ভালোবাসার শুরু। যখন তিনি ক্রিকেট খেলা শুরু করেন তখন তিনি বুঝতে পারেন একমাত্র ক্রিকেটেই তিনি দুর্দান্ত।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷