ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়লেন সিকান্দার রাজা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০০:৩৭

সিকান্দার রাজা । ফাইল ছবি সিকান্দার রাজা । ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বাইশ গজে সময়টা দারুণ কাটছে জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার। গত মাসেই (আগস্ট) ঘরের মাটিতে বাংলাদেশি বোলারদের নিয়ে রীতিমতো মেতেছিলেন এই তারকা। টি-টোয়েন্টিতে ছক্কার ফুলঝুরি ছুটানো রাজা, ওয়ানডেতে হাঁকিয়েছিলেন জোড়া সেঞ্চুরি। এমনকি শক্তিশালী ভারতের বিপক্ষেও করেছিলেন সেঞ্চুরি। এবার সেটার স্বীকৃত পেলেন স্বয়ং ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির থেকে।

আগস্ট মাসের সেরার ক্রিকেটার ‘প্লেয়াব ইব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন সিকান্দার রাজা। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। রাজা পেছনে ফেলেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ও কিউই অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে। সেই সাথে ইতিহাসও গড়ে ফেলেছেন রাজা। প্রথম এবং একমাত্র জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে, আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি। 

আইসিসির থেকে এমন স্বীকৃতি পেয়ে, সম্মানিতবোধ করছেন সিকান্দার রাজা। তিনি বলেছেন, ‘আমি সম্মানিত! আইসিসির থেকে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছি। এর জন্য আমি কৃতজ্ঞ। আমিই প্রথম জিম্বাবুইয়ান যে এমন একটি পুরস্কার জিতেছি।’

এদিকে কোচিং স্টাফ থেকে শুরু করে সতীর্থ সবাইকেই ধন্যবাদ জানিয়েছেন রাজা। তিনি আরও বলেছেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা গত তিন থেকে চার মাস ধরে আমার সাথে ছিলেন। টেকনিক্যাল স্টাফ এবং আমার সতীর্থরা আপনাদেরকে ধন্যবাদ। আপনারা না থাকলে এটা সম্ভব হতো না।’

সতীর্থদের পাশাপাশি ভক্ত শুভাকাঙ্ক্ষীদের, কাছেও দোয়া চেয়েছেন রাজা। জানিয়েছেন ধন্যবাদ। তিনি বলেন,‘সবশেষে, আমি জিম্বাবুয়ে এবং দেশের বাইরের ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমার জন্য প্রার্থনা করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। আমি চির কৃতজ্ঞ।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷