ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কোহলিও মানুষ, তাকেও যন্ত্রণা কুরে কুরে খাচ্ছিল!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০২:১৯

রবি শাস্ত্রী ও বিরাট কোহলি ৷ ছবি সংগৃহীত রবি শাস্ত্রী ও বিরাট কোহলি ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: নামের পাশে ৭০ সেঞ্চুরি, ছন্দপতন, লড়াইয়ে প্রেষ্টায় ব্যর্থ বারবার, একাকীত্ব, ব্যাট ছুয়ে না দেখারও মত স্মৃতি রয়েছে বিরাট কোহলির জীবনে৷ তবে এসব এখন অতীত৷ কেননা যে শতকের জন্য এত কিছু এসেছে জীবনে সেই শতক এখন বড্ড তরতাজা৷ চলতি এশিয়া কাপে ৭১ তম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তারকা ক্রিকেটার৷

হাজারেরও বেশি দিন পর কোহলি দেখা পেয়েছেন আরেকটি সেঞ্চুরির৷ এতে করে একটা বোঝা কাঁধ থেকে নেমে গেছে বলে বিশ্বাস ভারতীয় সাবেক কোচ রবি শাস্ত্রীর৷

শাস্ত্রী বলেন, , 'আপনারা ১০২০ দিনের কথা বলছেন। তার মধ্যে ৭০০ দিন আমি তার সঙ্গে ছিলাম। লম্বা সময়। সেই বোঝাটা তার কাঁধ থেকে নেমে গেছে। তার ৭১টা সেঞ্চুরি আছে। এরকম সাফল্য পাওয়ার পর কেউ যদি দুই বছর, আড়াই বছর, তিন বছর পর সেঞ্চুরি না পায়, লোকে তখন অবাক হয়ে যায়। আরে কোহলি নিজে তো একটা মানুষ। তার মনেও নিশ্চয়ই যন্ত্রণা কুরে কুরে খাচ্ছিল। সকালে ওঠার পর থেকে কোনো না কোনোভাবে তার মাথায় বিষয়টা ঘুরত।'

তিনি যোগ করেন, 'মনে হয় এবার কোহলির পাঁচ কেজি ওজন কমে গেছে। দয়া করে জিজ্ঞাসা করবেন না কোথা থেকে ওজন কমেছে। নিঃসন্দেহে তার মাথা থেকে পাঁচ কেজি ওজন কমেছে। তার ইনিংসের শেষ ৪০ রান দেখলেই বুঝতে পারবেন। সেই পরিচিত শট, সেই আত্মবিশ্বাস, সেই একাগ্রতা, বোলিংয়ের প্রতি সেই মারমুখী মানসিকতা আবার দেখা গেল। অনেক দিন পর সব দেখতে পেলাম।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷