ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ব্যাট নিলামে তুলছেন নাসিম, বন্যার্তদের ফান্ডে জমা হবে অর্থ!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৭

নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন৷ ছবি সংগৃহীত নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: টি-টোয়েন্টি অভিষেকে বল হাতে অনেকের মন জয় করেছিলেন পাকিস্তানের নাসিম শাহ৷ যেটুকু জয় করতে বাকি ছিল তা শতভাগ পূর্ণ করেছেন আফগানদের বিপক্ষে৷ দুই বলে দুই ছয়ে দলকে তুলেছেন ফাইনালে৷ গর্জনে ফেটে পড়েছে গ্যালারী৷ তবে পুরো আনন্দ ভোগ করতে পারছেন না দেশের মানুষজন৷ কেননা সেখানে চলছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা৷

 

দলকে ফাইনালে নিয়ে যাওয়ার মহানায়ক এবার নিজ দেশের মানুষদের জন্য ভাবছেন৷ নিলামে তুলছেন সেই ব্যাট৷ এখান থেকে আসা অর্থ পুরোটায় ব্যয় হবে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য৷

ব্যাটটি যদিও সতীর্থ মোহাম্মদ হাসনাইনের ছিল। তবে ম্যাচ শেষে সেটি নাসিমকে উপহার দেন হাসনাইন৷

ব্যাট নিলামে তোলা প্রসঙ্গে হাসনাইন বলেন, 'আমি এই ব্যাটটি নাসিম শাহকে উপহার দিচ্ছি। এটা নিয়ে সে যা খুশি করবে সেটা তার ব্যাপার।' আর ব্যাটটি উপহার পেয়ে তা নিজের জন্য রেখে দেননি নাসিম।

নিলাম প্রসঙ্গে নাসিম বলেন, 'আমি এই ব্যাটটি নিলামের জন্য দিতে চাই এবং এই নিলাম থেকে পাওয়া অর্থ বন্যার্তদের ফান্ডে দিব।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷