ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রাণীর মৃত্যুশোকে স্থগিত ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:১২

দ্য ওভালেও পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে। গেটি ইমেজ দ্য ওভালেও পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে মৃত্যুবরণ করেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ সময় ধরে ব্রিটেনের প্রধান হিসেবে ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৯৬ বছর। তার মৃত্যুতে পুরো ব্রিটেন জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ইতোমধ্যে ১০ দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে রাণীর মৃত্যু ছুঁয়ে গেছে ইংল্যান্ডের ক্রিকেটাঙ্গনেও। স্থগিত ঘোষণা করা হয়েছে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টও। এছাড়া সব ধরনের ক্রিকেট আজ (শুক্রবার) বন্ধের দেওয়া হয়েছে ঘোষণা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান তৃতীয় টেস্টের দিনের খেলা স্থগিত হয়ে গেল। এছাড়া শুক্রবারের বাকি সব খেলাও স্থগিত। শনিবার থেকে খেলা হবে কি না তা পরে জানিয়ে দেওয়া হবে।’

ইসিবির নেওয়া এমন সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ডও। এমনকি এই ম্যাচ যদি ইসিবি বাতিল করতে চায় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই দেশটির। এদিকে গতকাল থেকে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টটি মাঠে গড়ানোর কথা ছিল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু লন্ডনের বেরসিক বৃষ্টি ভেস্তে দেয় প্রথম দিনের খেলা৷ 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷