ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে হারলো দক্ষিণ আফ্রিকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ১৯:৪৭

দ্বিতীয় টেস্ট। ছবি সংগৃহীত দ্বিতীয় টেস্ট। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সাদা পোষাকে দারুণ করতে থাকা ইংল্যান্ড লর্ডসে ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপরই ক্রিকেট দুনিয়ায় সমালোচনা শুরু হয়েছিল বাজবল ক্রিকেট নিয়ে। তবে ইংলিশ অধিনায়ক ছিলেন আত্মবিশ্বাসী। জানিয়েছিল কৌশল বদলাবেনা। যেভাবে খেলছে সেভাবেই জয় তুলে নিবে। জয় এসেছে। এবং সেটি ইনিংস ব্যবধানেই। 

ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস এবং ৮৫ রানে জিতেছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ফিরিয়েছে ১-১ সমতা। অলরাউন্ড পারফরম্যান্সে ইংলিশদের জয়ের নায়ক অধিনায়ক বেন স্টোকস।

প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়বার অলআউট হয়েছে ১৭৯ রানেই। প্রথম ইনিংসে বেন স্টোকস আর বেন ফোকসের জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ড ৯ উইকেটে ৪১৫ তুলে ইনিংস ঘোষণা করেছিল।


বিনা উইকেটে ২৩ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা ওলি রবিনসন আর জেমস অ্যান্ডারসনের তোপে দাঁড়াতেই পারেনি। কিগান পিটারসন (৪২) আর রসি ভ্যান ডার ডাসেন (৪১) ছাড়া লড়াই করতে পারেননি কেউ। রবিনসন ৪৩ রানে ৪টি আর অ্যান্ডারসন ৩০ রানে নেন ৩ উইকেট। ২ উইকেট পান স্টোকস।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷