ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ডাচদের উড়িয়ে বাংলাদেশকে টপকালো ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২২ ০৯:৪৮

রয়ের সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পায় ইংল্যান্ড। ছবি: গেটি ইমেজ রয়ের সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পায় ইংল্যান্ড। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ আগেই সিরিজটা নিশ্চিত করে রেখেছিল ইংলিশরা। তাই সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক নেদারল্যান্ডসকে হারাতেই পারলেই, সুযোগ ছিল ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার। প্রত্যাশিত জয়ে এদিন ডাচদের ধবলধোলাই করার পাশাপাশি বাংলাদেশ টপকে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

এদিন নেদারল্যান্ডসের দেওয়া ২৪৫ রানের জবাবে, জেসন রয়ের আনবিটেন সেঞ্চুরি ও জস বাটলারের ঝড়ে মাত্র ৩০ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইয়ন মরগ্যানের দলের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে স্বাগতিক নেদারল্যান্ডস। 

এদিন ডাচদের করা ২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, দুই ওপেনার জেসন রয় ও ফিলিপ সল্ট ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন। দুই ওপেনারই টি-টোয়েন্টি মেজাজে তুলতে থাকেন রান। তাতেই জয়টা সহজ হয়ে যায় ইংলিশদের জন্য। এরপর সফরকারীদের ডেরার জোড়া আঘাত হানেন ডাচ পেসার ভ্যান মেকরেন। তাতেই ফিরেন দুর্দান্ত ছন্দে থাকা ফিল সল্ট। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকা ওপেনার ফিরেন, ৩০ বলে ৪৯ রান করে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালান ফিরেন রানের খাতা খোলার আগেই। 

এক ওভারেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড। তবে সফরকারীরা সেই চাপ সামাল দেন জেসন রয় ও জস বাটলারের ব্যাটে। হাফ সেঞ্চুরি তুলে নেন রয়। এরপর দু'জনই চড়াও হয়ে তুলতে থাকেন রান। তাতেই অবিচ্ছিন্ন শতাধিক রানের জুটিতে দলকে জয়ের বন্দরে নিজে যায় দুজনেই। হাফ সেঞ্চুরি তুলে নেন জস বাটলার। অন্যদিকে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন জেসন রয়।

তাতেই ২০ ওভার (আসলে ১৯.৪) ও ৮ উইকেট হাতে রেখে দাপুটে জয় তুলে নেয় সফরকারীরা। ১৫ চারে ৮৫ বলে ১০১ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। অন্যদিকে ৭ চার ও ৫ ছক্কায় ৬৪ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংসে সিরিজ সেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন জস বাটলার। এই জয়ে ওয়ানডে সুপার লিগে ১৮ ম্যাচ খেলে ১২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন ইংলিশরা। সমান ম্যাচ খেলা বাংলাদেশ, ১২০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে এখন টেবিলের দুইয়ে।

এর আগে এদিন টস হেরে ব্যাট করে, তিন ফিফটিতে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৫ রানের সংগ্রহ গড়ে নেদারল্যান্ডস। দলের পক্ষে ৬৪ রান আসে অধিনায়ক এডওয়াডর্সের ব্যাট থেকে। এছাড়া ডি লিড করেন ৫৬ রান। ওপেনার ম্যাক্স ওডিড খেলেন ৫০ রানের ইনিংস। এছাড়া টম কুপার করেন ৩৩ রান। ইংল্যান্ডের পক্ষে একাই চার উইকেট শিকার করেন পেসার ডেভিড উইলি। ব্রাইডনের শিকার দুটি উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷