ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের মত সেঞ্চুরির সুযোগ আফগানিস্তানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ জুন ২০২২ ২৩:৩৭

আফগানিস্তান ক্রিকেট দল। ছবি সংগৃহীত আফগানিস্তান ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে সবার উপরে বাংলাদেশের অবস্থান। একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত টাইগারদের রয়েছে শতকের উপর পয়েন্ট। দ্বিতীয় দল হিসেবে সেই সুযোগ আফগানিস্তানের সামনে। ১১ ম্যাচে ৯ জয়ে আফগানদের সংগ্রহ ৯০। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে পূরণ হবে পয়েন্টের শতক। 

বাংলাদেশের পরে বর্তমানে অবস্থান ইংল্যান্ডের। দলটি ১৫ ম্যাচে এখন পর্যন্ত তুলেছে ৯৫ পয়েন্ট। বাংলাদেশ ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে সবার উপরেই।সরাসরি ২০২৩ সালের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের জন্য সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষ সাত এর মধ্যে থাকতে হবে দলগুলোকে।


কারণ আগামী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আয়োজক ভারত এবং শীর্ষ সাত দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ১০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে পরের ওয়ানডে বিশ্বকাপ। আট দল সুপার লিগ থেকে টিকিট পেলেও, নবম ও দশম দল হিসেবে বিশ্বকাপে খেলতে হলে বাছাই পর্ব খেলতে হবে।

সুপার লিগের চতুর্থ অবস্থানে রয়েছে উইন্ডিজ, পঞ্চম ভারত এবং ৬ষ্ঠ অবস্থানে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের অন্যতম দাবিদার পাকিস্তান বর্তমানে রয়েছে ১০ম স্থানে। 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷