ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাবরের বিপক্ষে খেলতে ভয় পায় ফিঞ্চ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০০:০১

বাবর আজম ও অ্যারন ফিঞ্চ। ফাইল ছবি বাবর আজম ও অ্যারন ফিঞ্চ। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সময়ের হিসেবে ২৪ বছর ৷ যুগের হিসেবে দুই৷ দীর্ঘ এই সময় পর পাকিস্তান সফরে গিয়ে অস্ট্রেলিয়ার সফলতার পাল্লাটা ভারি স্বাগতিকদের চেয়ে৷ পাকিস্তান ওডিআই সিরিজ জিতলেও হেরেছে টেস্ট সিরিজ ও একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ৷

পুরো টূর্নামেন্ট জুড়ে দাপুটে ব্যাটিং করা পাকিস্তান কাপ্তান বাবর আজম যে ঘুম হারাম করে দিয়েছিল, সেটা স্বীকার করেছেন সফরকারী দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তিন ফরম্যাটের এই সিরিজজুড়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন বাবর। তিনক টেস্টে ৩৯০ রান, ওয়ানডে সিরিজে ২৭৬ রান ও টি-টোয়েন্টিতে চমৎকার ৬৬ রান। সব ফরম্যাটেই তার শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছে।

সফরের শেষ ম্যাচে প্রতিপক্ষ অধিনায়ককে নিয়ে অজি কাপ্তান ফিঞ্চ বলেছেন, 'আমরা ভালো খেলেছি৷ দুইটা ট্রফি পেয়েছি৷ সকলেই সফলতায় খুশি৷ তবে আমরা আরেকটি বিষয়ে খুশি আর তা হলো যে আমাদের আর বাবরকে (নিকট ভবিষ্যতে) বল করতে হবে না।’

ফিঞ্চের সরল স্বীকারোক্তি প্রমাণ করে বাবরের বিপক্ষে খেলতে এক প্রকার ভয় পায় তিনি৷ তবে মাঠের লড়াইয়ে যে সেটা কাজ তা ভাবা হয়তো মোটেও ঠিক হবে না৷

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷