ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ফিঞ্চের ব্যাটে ম্লান বাবরের লড়াই

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ২০:৫৯

৩ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ছবি: পিসিবি ৩ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ছবি: পিসিবি

নট আউট ডেস্কঃ ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টেস্টে, ওয়ানডের উড়ন্ত ফর্মটা টেনে এনেছেন টি-টোয়েন্টি সিরিজেও। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে যদিও হাসেনি পাকিস্তান, তবে হেসেছে বাবরের ব্যাট। বাবরের হাফ সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান লড়াকু সংগ্রহ গড়লেও, অ্যারন ফিঞ্চের পাল্টা হাফ সেঞ্চুরিতে জয় তুলে নিয়েছে সফরকারীরা। এই জয়ে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজটা বগলদাবা করেছে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে আসা অস্ট্রেলিয়া দল।

লাহোরে এদিন টস জিতে স্বাগতিক পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় স্বাগতিকর। উদ্বোধনী জুটিতেই দুজন মিলে যোগ করেন ৬৭ রান। এরপর অজি পেসার ক্যামেরুন গ্রিনের জোড়া আগাতে পথ হারায় পাকিস্তান। 

ইনিংসের অষ্টম ওভারে পরপর দুই বলে ফেরান মোহাম্মদ রিজওয়ান (২৩) ও ফখর জামানকে (০)। এরপর ইফতেখার আহমেদও ফিরে যান দ্রুত। লাগাতার তিন উইকেট হারিয়ে বিপাকে পড়া পাকিস্তানকে উদ্ধারের চেষ্টা করেন অধিনায়ক বাবর। একপ্রান্ত আগলে রেখে তুলে নেন হাফ সেঞ্চুরিও। তবে হাফ সেঞ্চুরির পর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি বাবরের ইনিংস। অ্যাডাম জাম্পার শিকার হয়ে ফিরেন ব্যাক্তিগত ৬৬ রান।

বাবরের বিদায়ে পাকিস্তানের বড় সংগ্রহের স্বপ্ন হয়ে যায় ফিঁকে। ঝড়ো শুরুর পরও ইনিংস লম্বা হয়নি খুশদিল শাহ'র। ফিরেন ২১ বলে ২৪ রান করে। শেষ দিকে উসমান কাদিরের ছোট্ট ক্যামিওতে দলীয় দেড়শো পার করে পাকিস্তান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৬২ রান। ৬ বলে অপরাজিত ১৮ রানের ইনিংস খেলেন কাদির। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস চার ও গ্রিনের শিকার দুইটি উইকেট। 

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও হয়ে দুর্দান্ত। ট্রাভিস হেড ও অ্যারন ফিঞ্চের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে অজিরা। তবে ২৬ রান করা ট্রাভিস হেডকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে প্রথম সাফল্য এনে দেন হ্যারিস রউফ। হেডের বিদায়ের পরও থামেনি অজিদের রান উৎসব। তিনে নামা জস ইংলিশও ঝড়ো শুরু করেন। এরপরেই অস্ট্রেলিয়া শিবিরে জোড়া আঘাত হানেন উসমান কাদির। ২৪ রান করা ইংলিশকে ফেরানোর পর অভিষিক্ত ল্যাবুশেনকেও ফেরান এই লেগি।

দ্রুত দুই উইকেট খুইয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মার্কাস স্টয়নিস ও অ্যারন ফিঞ্চ। তবে ভয়ংকর হয়ে উঠার আগেই স্টয়নিআ ঝড় থামান ওয়াসিম জুনিয়র। ৫ চারে ৯ বলে কার্যকরী ২৩ রানের ইনিংস খেলেন স্টয়নিস। পরের ওভারেই ক্যামেরুন গ্রিনকে তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তুলেন ওয়াসিম। শেষ দিকে নেমেই দ্রুত রান তুলতে থাকেন ম্যাকডারমেট। অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। 

১৯তম ওভারে হাফ সেঞ্চুরিয়ান ফিঞ্চ ও অ্যাবটের উইকেট তুলে নিয়ে শাহিন আফ্রিদি পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও, ম্যাকডারমেটের ব্যাটে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৬ চারে ৪৬ বলে ৫৫ রান করেন অ্যারন ফিঞ্চ। ৩ চারে ১৯ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলেন দলকে জয় এনে দেন ম্যাকডারমেট। পাকিস্তানের পক্ষে দুইটি করে উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি, ওয়াসিম জুনিয়র ও উসমান কাদির।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷