ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: জাম্পা

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ২০:৩৫

অ্যাডাম জাম্পা। ফাইল ছবি অ্যাডাম জাম্পা। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে এই দুই দল। তবে ওয়ানডে সিরিজ জেতাটা সহজ হবে না বলে মনে করছেন অজি লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা।

টেস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্টে পুর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও ওয়ানডে সিরিজে বেশ কিছু নিয়মিত ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। বিভিন্ন কারণে দলে নেই ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জশ হেইজলউড, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া চোটে পড়ার কারণে তিন ম্যাচের সিরিজে এই অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল মার্শকে পাচ্ছে না তারা। তবুও এটি দল তৈরি করার অন্যতম সুযোগ বলে জানিয়েছেন অ্যাডাম জ্যাম্পা।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটি একটি কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। এখান থেকে দলে কিছু প্রাপ্তি যোগ হবে। এমনটা যখন ঘটে তখন দলে গভীরতা বাড়তে থাকবে।’

অজিদের দলে রয়েছেন পেইসার শন অ্যাবট ও ব্যাটার বেন ম্যাকডারমট। তারা ২টি করে ওয়ানডে ম্যাচ খেলেছেন। এছাড়া একটি ম্যাচ খেলা ক্যামেরন গ্রিনও রযেছেন। অভিষেকের অপেক্ষায় আছেন বেন ডরসিউস, নেইথান এলিস, জশ ইংলিস ও মিচেল সোয়েপসন।

তিন ফরম্যাটের সব ক্রিকেটারেরই বিশ্রাম দরকার বলে মনে করেন অজি লেগস্পিনার। জ্যাম্পা বলেন, ‘গত কয়েক বছরে, তিন ফরম্যাটের ক্রিকেটার হওয়াটা অনেক সময় কঠিন। কামিন্স, ওয়ার্নার ও স্মিথের মতো খেলোয়াড়দের বিশ্রাম দরকার। এটি আমাদের বুঝতে হবে।’

তিনি আরও বলেন, ‘একটি দলে অনেক অনভিজ্ঞ খেলোয়াড় থাকলে তখন এটি কঠিন হয়ে যায়। এটি অবশ্যই একটি চ্যালেঞ্জ হবে এবং আশা করি আমরা উতরে যেতে পারব। কারণ এই সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনভিজ্ঞ দল নিয়ে সিরিজ জিততে পারলে সেটা সত্যিই আমাদের জন্য চমৎকার কিছু হবে।’

নিজের দায়িত্বের প্রসঙ্গে জ্যাম্পা বলেন, ‘আমি মনে করি, নিজের দায়িত্বের প্রতি আমাকে অনেক বেশি নজর দিতে হবে। আমাকে অনেক সাহায্য করেছে্ন ফিঞ্চ। যখন আমি দলের বাইরে থাকি তখন অনেক সমর্থন করেন তিনি।’

টেস্ট সিরিজ শেষে চার দিনের বিরতির পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

আগামী ২৯ মার্চ (মঙ্গলবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩১ মার্চ মাঠে গড়াবে। এরপর একদিন বিরতি দিয়ে ২ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিরিজের সবগুলো ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

 

-নট আউট/এসআর/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷