ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

অধিনায়কত্বের চার বছরে বাবর কিছুই শেখেনি: আফ্রিদি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩ ১৮:০৮

বাবর আজম ও শহীদ আফ্রিদি। ফাইল ছবি বাবর আজম ও শহীদ আফ্রিদি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বিশ্বকাপে সময়টা খুব একটা ভালো যায়নি পাকিস্তানের। দশ দলের বিশ্বকাপে বাবর আজমের দল হয়েছে পঞ্চম। স্বাভাবিকভাবেই তাই সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে পাকিস্তান দলকে। দলটির অধিনায়ক বাবর আজমের সমালোচনায় ও মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা। 

একে তো দলের অধিনায়ক, তার উপর দলের সেরা ব্যাটাররাও। কিন্তু বিশ্বকাপে অধিনায়কত্ব কিংবা ব্যাট হাতে কোথাও বাবর আজম রাখতে পারেনি বলার মতো কোন অবদান। স্বাভাবিকভাবেই তাই অন্যদের চাইতে কাপ্তান বাবরকেই সমালোচিত হতে হচ্ছে বেশি। বিশ্বকাপ ব্যর্থতায় বাবরের সমালোচনা করেছেন রমিজ রাজা, ওয়াসিম আকরামরা। এবার সেই দলে যোগ দিলেন কিংবদন্তি শহীদ আফ্রিদিও। 

গত চার বছর ধরে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে আসা বাবর আজম এখনও কিছুই শিখতে পারেনি বলে দাবি করছেন কিংবদন্তি এই পাক তারকা।

সাংবাদিকদের সাথে পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার কারণ বলতে গিয়ে আফ্রিদি বলেন, ‘আমি বাবরের ভক্ত। সে অনেক বড় ক্রিকেটার। আমার কাছে সে ছোট ভাইয়ের মতো। আমি চাইছিলাম বাবর যাতে সেরা অধিনায়কদের মাঝে থাকে। সে চার বছর ধরে অধিনায়ক, কখনো তার মাথায় তরবারি ধরা হয়নি। আমরা ভেবেছিলাম তিন-চার বছরে সে অনেক ভালোভাবেই সব শিখে নিজে দায়িত্ব নিতে শিখবে। কিন্তু এটা হয়নি। সেই এই সময়ের ভেতর তেমন উন্নতি করতে পারেনি এবং নেতা হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারেনি। আমরা বিশ্বকাপে অনেক ভুল দেখেছি তার মাঝে।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।