ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেল হেফাজতে প্রেম, বিয়েতে সম্পর্কের পূর্ণতা

নট আউট স্টাফ
প্রকাশিত: ২৯ জুন ২০২২ ০০:১১

মোহাম্মদ আমির৷ ছবি সংগৃহীত মোহাম্মদ আমির৷ ছবি সংগৃহীত

নট আউট স্টাফ: গল্পটা যথারীতি বাইশ গজের একজনকে নিয়ে৷ পাকিস্তানের হয়ে অভিষেকের পর দূর্দান্ত করা মোহাম্মদ আমিরের৷ ২০১০ ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে নো বল দেওয়ার কারনে শাস্তির মুখে পড়েন তিনি৷ ৫ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ৬ মাসের জেল হয়েছিল এই দ্রুতগতির বোলারের৷

১৮ বছরের টকবগে তরুণ আমির যখন জেল হেফাজতে হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল তখন আশার প্রদীপ হয়ে জীবনে এসেছিল আইনজীবী নার্জিস খাতুন৷ যে শাস্তির কারনে ছাড়তে হয়েছিল ক্রিকেট, সেই শাস্তি ভোগ করার সময় খুঁজে পেয়েছেন জীবনের পরম বন্ধু৷ যে বন্ধু বছর ছয়েক পরে হয়েছে জীবন সঙ্গীনী৷

আমিরের পক্ষে আদালতে মামলা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আইনজীবী নার্জিস খাতুন৷ পেশাগত দায়িত্ব পালনকালে আমিরের সাথে বেশ কয়েকবার দেখা করেন তিনি৷ এই কয়েকবারের দেখাতে দুজন দুজনকে পছন্দ করেন৷ মন দেওয়ার নেওয়ার কাজটি হয়ে যায় শতভাগ৷

২০১৬ সালে বিয়ে হয় তাদের৷ এক বছরের মাথায় ২০১৭ সালে দুজনের প্রথম সন্তান মিনসার জন্ম হয়। বর্তমানে আমির জাতীয় দল থেকে অনেকটা দূরে৷ স্ত্রী পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বসবাস করতেন ইংল্যান্ডে৷ বর্তমানে পরিবার নিয়ে আমির ইংল্যান্ডেই রয়েছেন৷ সন্তানকেও সেই দেশে পড়াশোনা করাতে চান আমির৷



৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আমির নিজেকে নতুন করে ফেরাতে সক্ষম হয়৷ জাতীয় দলে ফিরে দলকে চ্যাম্পিয়ন ট্রফিতে শ্রেষ্ঠ করতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন৷ ক্যারিয়ারে ১৪৭ ম্যাচে আমিরের উইকেট সংখ্যা ২৫৯৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...