ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অসহায় থেকে আসর সেরার পথে সাকিব.....

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৪

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত সাকিব আল হাসান। ছবি সংগৃহীত
নট আউট ডেস্কঃ একবার ব্যাট করতে নামলেন আট নাম্বারে। পরের ম্যাচে দল নয় উইকেট হারালেও ব্যাটিংয়ে দেখা যায়নি। অর্থাৎ দলের ১১ নাম্বার ব্যাটার ছিলেন সেদিন তিনি। চোখের সমস্যা নিয়ে বিপিএল শুরু করা সাকিব ভুলে যেতে চাইবেন শুরুর সময়টা। কেননা প্রথম পাঁচ ম্যাচ শেষে নামের পাশে ছিল মাত্র ৪ রান। 
 
লন্ডন-ঢাকা-সিঙ্গাপুর! চিকিৎসার কাজে সাকিবের যাত্রা ছিল এমনই। কি অনুশীলন, কি ব্যাটিং। সাকিবকে শুনতে হচ্ছিল ‘ভুয়া’ ‍দুয়োধ্বনি। যদিও ‘ভুয়া’ শব্দটা এখন শখের শব্দতেও পরিণত হয়েছে। কেননা রংপুরের গত ম্যাচে ৩৯ বলে ৬২ রানের ইনিংস খেলার পরেও সাকিবকে শুনতে হয়েছে ‘ভুয়া’। 
 
সাকিব নিজস্ব রিদমে ফিরেছেন। শেষ চার ম্যাচে করেছেন ১৯২ রান। যেখানে স্ট্রাইকরেট ১৮২, আর গড় ৪৮। চলতি বিপিএলে দ্রুততম অর্ধশতকও সাকিবের দখলেই। 
 
সাকিব নিজের খারাপ সময় ফেলে আসার চেষ্টায়। পুরো টিম যখন বিশ্রামে থাকছে তখনও সাকিব একাই করছেন ব্যাটিং অনুশীলন। আর এই পরিশ্রম সাকিবকে সেরার পথেই নিয়ে যাচ্ছে। 
 
চলতি বিপিএলে এখন পর্যন্ত ব্যাট হাতে সাকিবের রান ১৯৬। বল হাতে নিয়েছেন ১৩ উইকেট। শেষ চার ম্যাচে দলের জয়ে সবচেয়ে বড় ইমপ্যাক্টও রেখেছেন সাকিব। 
 
 
-নট আউট/এমআরএস


আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দুয়ার উন্মুক্ত

ক্রিকেট বিশ্বে হাল সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফ্র...

বিপিএলের সাত দল চূড়ান্ত, দল পায়নি সাকিবের মোনার্ক...

বিপিএলকে আরও গোছালো ও জনপ্রিয় করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করেছিল বাংলাদেশ ক্রিকে...

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

ড্রাফট অনুষ্ঠানে বিপিএলের নতুন লোগে উন্মোচন করবে বিপিএল কর্তৃপক্ষ