ঢাকা | বৃহঃস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দুয়ার উন্মুক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩৬

সুনীল নারিন। ফাইল ছবি সুনীল নারিন। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ ক্রিকেট বিশ্বে হাল সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজ লিগ চালু করছে। তাই ১০ বছর পেরিয়ে এসে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

সংকট মূলত বিদেশি ক্রিকেটার নিয়ে। কারণ একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, আমিরাতের আইএল টি২০, দক্ষিণ আফ্রিকার এসএ টি২০ লিগ অনুষ্ঠিত হবে। এই ফরম্যাটের তারকা ক্রিকেটাররা এসব লিগের সাথে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়ে গেছেন। 

তাই মান সম্পন্ন বিদেশি ক্রিকেটার না পাওয়ার শঙ্কায় পড়েছে বিপিএল। চ্যালেঞ্জটা বুঝতে পারছেন বিসিবি কর্তারাও। 

ঘোষিত সূচি অনুযায়ী বিপিএলের নবম আসর মাঠে গড়াবে ৬ জানুয়ারি, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। সাত দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানও চূড়ান্ত হয়েছে।

সবকিছু বিবেচনা করে বিপিএলের নবম আসরে বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন উন্মুক্ত রাখছে বিসিবি। দলগুলো টুর্নামেন্ট চলাকালীন ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটার নিতে পারবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সোমবার মিরপুর স্টেডিয়ামে বলেছেন, 'সাউথ আফ্রিকান লিগ, ইউএই লিগ এসবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিরাই দল নিয়েছে। বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ওইদিকে চুক্তিবদ্ধ হয়ে গেছে। আমরাও বিপিএলটা আগপিছ করতে পারছি না জাতীয় দলের ব্যস্ততার জন্য।'

তিনি আরও বলেন, 'বিদেশি খেলোয়াড়ের রেজিস্ট্রশনে বাধ্যবাধকতা রাখব না। উন্মুক্ত রাখব। ধরুন কেউ তিনদিনের জন্য এসে খেলে গেল, তার বদলি আরেকজন আসতে পারে। এরকম চিন্তা-ভাবনা আছে আর কী।'

বিপিএলে এবার একাদশে চার বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে দলগুলো। তবে নুন্যতম দুইজন বিদেশি একাদশে রাখতেই হবে।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দুয়ার উন্মুক্ত

ক্রিকেট বিশ্বে হাল সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফ্র...

বিপিএলের সাত দল চূড়ান্ত, দল পায়নি সাকিবের মোনার্ক...

বিপিএলকে আরও গোছালো ও জনপ্রিয় করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করেছিল বাংলাদেশ ক্রিকে...

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

ড্রাফট অনুষ্ঠানে বিপিএলের নতুন লোগে উন্মোচন করবে বিপিএল কর্তৃপক্ষ