ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাটিংয়ে স্পিনের দিকে নজর দিতে হবেঃ পাপন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২ ২০:৪৯

গণমাধ্যমের মুখোমুখি বিসিবি প্রধান। ফাইল ছবি। গণমাধ্যমের মুখোমুখি বিসিবি প্রধান। ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ উপমহাদেশের কন্ডিশনে স্পিনাররাই দেখান বেশি দাপট। যথারীতি বাংলাদেশেও তাই। উপমহাদেশের ব্যাটাররা স্পিনের বিপক্ষে খেলতেও অভ্যস্ত বা স্বাচ্ছন্দ্য, এমন ধারণাও আছে সবার। তবে সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে- বাংলাদেশের ব্যাটাররা স্পিনের বিপক্ষে খেলতে আদৌ কতটা দক্ষ।

দক্ষিণ আফ্রিকায় স্পিন বান্ধব ভেন্যুতে দুই টেস্ট খেলে স্পিনের বিপক্ষে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এমন পারফরম্যান্সে বদলে গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ধারণা। তিনি এখন মনে করেন, পেসের চেয়ে স্পিনের বিপক্ষেই বেশি নাজুক বাংলাদেশের ব্যাটাররা।

তিনি বলেন, ‘এতদিন আমার ধারণা ছিল আমরা স্পিন ভালো খেলি এবং পেসে দুর্বলতা আছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে যখন যাই তখন পেস নিয়েই বেশি চিন্তাভাবনা করি। এবার প্রথম মনে হয়েছে পেসের বিপক্ষে আমাদের যে দুর্বলতা ছিল সেটা ওরকম আর চোখে পড়ে না। বরং এখন মনে হচ্ছে স্পিনের দিকে একটু নজর দিতে হবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে এক কেশব মহারাজকে সামলাতেই গলদঘর্ম হতে হয়েছে বাংলাদেশকে। স্পিনের বিপক্ষে বাংলাদেশের এই দৈন্যতা, তাও এশিয়ার বাইরের ভেন্যুতে- বিষয়টি বেশ ভাবাচ্ছে বিসিবি সভাপতিকে, ‘মহারাজকে ওয়ানডে সিরিজে কিন্তু ভালোভাবেই খেলেছে। হঠাৎ টেস্টে যে কী হল। এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে।’

আরও পড়ুনঃ ভারত-আফ্রিকা টি ‍টুয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

পেসে বাংলাদেশের সমীহ জাগানিয়া উত্থান অবশ্য আশাবাদী করছে পাপনকে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঢাকা ও চট্টগ্রাম টেস্টে তাই স্পোর্টিং উইকেট করারই আভাস দিলেন তিনি।

পাপন বলেন, ‘আমাদের কৌশল কী হবে, সেটা তো এখন বলা সম্ভব নয়। আমাদের পেসে দুর্বলতা ছিল, আমাদের শক্তির জায়গা ছিল স্পিন, এখন আমরা দুর্বলতাটাকে কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের পেস বোলাররা এই মুহূর্তে ভালো বল করছে। আমাদের বেশকিছু অপশন আছে। তাই আমি মনে করি, এখানে স্পোর্টিং উইকেটই হবে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।