ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রেষ্ঠত্বের উৎযাপন, তারকার মেলায় উপহার পেল ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২২ ০৮:২৮

এক টেবিলে তারকার মিলনমেলা৷ ছবি সংগৃহীত এক টেবিলে তারকার মিলনমেলা৷ ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:  বন্ধুত্ব, প্রেম, সন্তান কিংবা সফলতা সব কিছু ক্ষেত্রেই প্ৰথম মানেই বিশেষ কিছু৷ তেমনি ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবার শিরোপা নিজেদের করে নিয়ে বিজয়ের উৎসব মাঠের পর বিশেষ আয়োজনে উপভোগ করলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব৷

প্রথম টেস্টে নিজের পুরনো ছন্দ খুঁজে পেয়ে যেমন খুশি মুশফিকুর রহিম ঠিক তেমনি প্রথম বাংলাদেশী হিসেবে এলিট ক্লাবে প্রবেশ করায় পরিবার, পরিজন, ভক্তদের মত খুশি বিসিবির গুরুত্বপূর্ণ সদস্য আকরাম খান৷ জড়িয়ে ধরে জানিয়েছেন অভিনন্দন৷

অনুষ্ঠানের শুরুতে চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান মনে হলেও সময়ের ব্যবধানে দেখা যায় নতুন রূপ৷ দেশের ক্রিকেটের প্রথম প্রজন্ম থেকে বর্তমান সবার উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷ তাদের স্বার্থহীন আনন্দ-হাসিতে মুখরিত ছিল পুরো প্রাঙ্গন৷ ভালোবাসার মায়ার চাদরে এক সুতোয় গাঁথা সকলেই৷

দূ্র্দান্ত আয়োজনে সবাইকে যেমন চমক দেখিয়েছে ধানমন্ডির ক্লাবটি৷ তেমন আলাদাভাবে খুশি করেছেন খেলোয়াড়দের৷

প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ায় সদস্যদের পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় পাঁচ লাখ টাকার চেক ৷ তবে সংখ্যাটি ভিন্ন ছিল নুরুল হাসান সোহানের বেলায়৷ দলের শ্রেষ্ঠত্বে দারুণ অবদান রাখায় এই উইকেট রক্ষক ব্যাটারকে দেওয়া হয় ২৫ লক্ষ টাকার চেক৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...