ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিধ্বংসী সিরাজে বিধ্বস্ত শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৫

উড়ন্ত সিরাজে পুড়লো শ্রীলঙ্কা। গেটি ইমেজ উড়ন্ত সিরাজে পুড়লো শ্রীলঙ্কা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের অন্যতম সফল দল ভারত ও শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনালিস্টও এই দুই দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা গায়ে মেখেই কলম্বোয় ফাইনাল খেলতে নেমেছে স্বাগতিক শ্রীলঙ্কা। অন্যদিকে ভারতের গায়ে রয়েছে সবচেয়ে বেশিবার এশিয়া কাপ জয়ের তকমা।

কলম্বোয় এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু অধিনায়ক দাসুন শানাকার আগে ব্যাট করার সিদ্ধান্তটাকে রীতিমতো ভুল প্রমাণ করে ছেড়েছে ভারতীয় বোলাররা। মোহাম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ে ১২ রানেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলতে পারে মাত্র ৫০ রান। ক্যারিয়ার সেরা বোলিং করে মোহাম্মদ সিরাজ নেন একাই ৬ উইকেট।  

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই শ্রীলঙ্কা হারায় ওপেনার কুশল মেন্ডিসের উইকেট। জাসপ্রিত বুমরাহর শিকার হয়ে এই ওপেনার ফিরেন রানের খাতা খোলার আগেই। এরপর ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসে লঙ্কানদের রীতিমতো ধ্বংস করে দেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ। এক ওভারেই সিরাজ প্যাভিলিয়নে ফেরান চার লঙ্কান ব্যাটারকে।

শুরুটা করেন ওপেনার প্রাথুম নিশাঙ্কাকে দিয়ে। এক বলের ব্যবধানে সিরাজে কাটা পড়েন সাদিরা সামারাবিক্রমা। পরের বলেই ফেরান চারিত্র আসালাঙ্গালে। পরপর দুই বলে দুই উইকেট তুলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন সিরাজ। কিন্তু ওভারের পঞ্চম বলে ধনাঞ্জয়া ডি সিলভা বাউন্ডারি হাঁকালেও, পরের বলেই ফিরেন সাজঘরে। এরপরের ওভারে দাসুন শানাকার উইকেট তুলে সিরাজ পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ‘ফাইপার’।

১২ রানে ৬ উইকেট হারিয়ে বসা শ্রীলঙ্কা তখন রীতিমতো ধুঁকছে। এরপর ইনফর্ম কুশল মেন্ডিস করেন ইনিংস সর্বোচ্চ ১৭ রান। শেষ দিকে দুসান হেমন্থর অপরাজিত ১৩ রানে, সবকটি উইকেট হারিয়ে ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাতেই এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউটের লজ্জার রেকর্ড গড়ে স্বাগতিকরা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২১ রানে ৬ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। এছাড়া মাত্র ৩ রানে হার্দিক পান্ডিয়ার শিকার ৩ উইকেট। 

 

-নট আউট/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...