‘বিব্রতকর’ রেকর্ডে বাংলাদেশকে মুক্তি দিল শ্রীলঙ্কা
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০২:২৬
নট আউট ডেস্কঃ পর্দা নেমেছে এশিয়া কাপের এবারের আসরের। একপেশে ফাইনালে লঙ্কানদের বিধ্বস্ত করেই রেকর্ড ৮ম এশিয়া কাপ শিরোপা ঘরে তুলেছে ভারত। কলম্বোর প্রেমাদাসায় এশিয়া কাপের ফাইনালে অকল্পনীয় কিছুই করে দেখিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তাতেই পুড়ে ছাই হয়েছে গোটা লঙ্কা।
কলম্বোয় এদিন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছিল টস। কিন্তু বৃষ্টি বাগড়া ফাইনাল ম্যাচের প্রথম বলটা অবশ্য গড়িয়েছে নির্ধারিত সময়েরও প্রায় আধ ঘণ্টা পর। প্রেমাদাসায় খেলা দেখতে দর্শকরা ততক্ষণে নিজের আসনটাও খুঁজে পাননি। এর কম সময়ের মধ্যেই রীতিমতো তাণ্ডব চালিয়েছেন মোহাম্মদ সিরাজ। ম্যাচ শুরু প্রথম আধ ঘণ্টায় এই পেসার পুরো দুমড়ে মুচড়ে দেয় লঙ্কান ব্যাটিং অর্ডারকে।
সিরাজের রুদ্রমূর্তি ধারণের দিনে এদিন ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জার ‘বিব্রতকর’ রেকর্ডই গড়তে যাচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য কুশল মেন্ডিস ও দুসান হেমন্থের দুই অঙ্কের কোটা স্পর্শে কোনমতে রক্ষা পায় শ্রীলঙ্কা। তবে আগ্রাসী সিরাজের তোপে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা গুটিয়েছে মাত্র ৫০ রানে। ততক্ষণে অবশ্য লজ্জার রেকর্ড থেকে দীর্ঘ ২৩ বছর পর মুক্তি পেয়েছে বাংলাদেশ।
এশিয়া কাপের মঞ্চে এর আগে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ডটি এতোদিন বয়ে বেড়িয়েছিল বাংলাদেশ। ২০০০ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তানের কাছে মাত্র ৮৭ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। যা এতোদিন ছিল এশিয়া কাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। দীর্ঘ প্রায় দুই যুগ পর সেই রেকর্ডটি এবার নিজেদের দখলে নিয়েছে শ্রীলঙ্কা।
উল্লেখ্য, এশিয়া কাপে একশ কিংবা তার কম রানে অলআউট হওয়ার লজ্জার নজির রয়েছে তিনটি। যেখানে বাংলাদেশের সঙ্গী হয়েছে লঙ্কানরাও। ১৯৮৬ সালে পাকিস্তানের কাছে মাত্র ৯৪ রানে অলআউটের লজ্জায় পড়েছিল বাংলাদেশ। এর আগের আসরে অর্থাৎ ১৯৮৪ সালে ভারতের কাছে মাত্র ৯৬ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা। এছাড়া ১৯৮৮ সালে চট্টগ্রামে ভারতের কাছে মাত্র ৯৯ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
-নট আউট/টিএ
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড
এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...
আপনার মূল্যবান মতামত দিন: