ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

কোহলি-বাবরদের বন্ধুত্বে রাগান্বিত গম্ভীর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নাসিম শাহ বল হাতে ছুটলেন, শেষ সময়ে স্ট্রাইক প্রান্ত থেকে সরে দাঁড়ালেন শুভমান গিল। তবুও বল ছাড়লেন নাসিম। এমন পরিস্থিতিতেও হাসলেন দুজনেই। অতীতে দুই দলের খেলায় এমন পরিস্থিতি ছিল ঝগড়াটে। এছাড়াও ম্যাচের আগে ও ম্যাচ শেষে বন্ধুসূলভ আচরণ প্রকাশ পায় দুই দলের খেলোয়াড়দের মাঝে। এই বন্ধুত্বে ক্ষোপ প্রকাশ করেছেন গৌতম গম্ভীর। 

বিরাট কোহলি, রোহিত শর্মাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনি যখন আপনার জাতীয় দলের হয়ে মাঠে খেলবেন, তখন বন্ধুত্ব মাঠের বাইরে রেখে আসা উচিত। খেলায় মুখোমুখি হওয়া উচিত (আগ্রাসন নিয়ে)। বন্ধুত্ব থাকা উচিত বাইরে। দুই দলের ক্রিকেটারদের চোখেই আগ্রাসন থাকা উচিত। ছয়-সাত ঘণ্টা একসাথে ক্রিকেট খেলার পর আপনি আগের মতোই বন্ধুত্বপূর্ণ হতে পারেন।'

তিনি আরও বলেন, 'ওই কয়েক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, কেননা আপনি শুধু আপনাকেই নয় আপনি কোটি কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছেন। এখন দেখা যায়, দুই দলের চিরশত্রু ক্রিকেটাররা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে, পিঠ চাপড়ে দেয়। কয়েক বছর আগেও এমনটা দেখা যেত না। আপনারা এখনও ফ্রেন্ডলি ম্যাচই খেলছেন।'

কোহলি-বাবরদের মাঠের সম্পর্ক নিয়ে গম্ভীর ক্ষোভ প্রকাশ করলেও মাঠের বাইরের সম্পর্ক নিয়ে তিনিও সচেতন ছিলেন। নিজেও স্বীকার করেছেন সেই কথা। সামনে এনেছেন কামরান আকমলের কথা।  

গম্ভীর বলেন, 'আমরা খুবই ভালো বন্ধু। আমি তাকে একটি ব্যাট দিয়েছি। সে আমাকে একটি ব্যাট দিয়েছে। কামরানের দেয়া ব্যাট দিয়ে আমি পুরো এক মৌসুম খেলেছি। কিছুদিন আগেও আমরা কয়েক ঘণ্টা কথা বলেছি।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...