ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

খেলা হচ্ছে না রাহুলের, ফিরছেন আইয়ার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ২০:৪৭

ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও তারকা ক্রিকেটার কেএল রাহুল। ফাইল ছবি ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও তারকা ক্রিকেটার কেএল রাহুল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাওয়া চোটে দীর্ঘদিন ধরেই দলের বাইরে ছিলেন ভারতীয় তারকা লোকেশ রাহুল। চোট কাটিয়ে আসন্ন এশিয়া কাপের ভারতীয় দলে ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু পুরো ফিট হয়ে উঠতে না পারায় গ্রুপ পর্বের দুটি ম্যাচই মিস করতে যাচ্ছেন তিনি। এই খবরটি নিশ্চিত করেছে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় নিজেই।

এশিয়া কাপের পরপরই ঘরের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। তাই এই তারকা ব্যাটারকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না ভারত৷ যার কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নেপালের বিপক্ষে রাহুলের খেলা হচ্ছে না এইটা নিশ্চিতই। তবে সুপার ফোরে এই তারকা ব্যাটারকে খেলানো হবে কিনা এই বিষয়েও কোন সিদ্ধান্ত নেয়নি ভারত। এদিকে ফিট হয়ে উঠেছেন দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করা শ্রেয়াস আইয়ার। এশিয়া কাপের শুরু থেকেই এই তারকা ব্যাটারের সার্ভিস পাচ্ছে ভারত।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘আমাদের সঙ্গে এক সপ্তাহ বেশ ভালো কাটিয়েছে রাহুল। ভালোভাবে ট্রেনিং করেছে। অনেক কিছু করেছে। আমরা যে পথে ওকে এগিয়ে যেতে চাই, সেই পথে ও খুব ভালোভাবে অগ্রসর হচ্ছে। তবে (এশিয়া কাপের) প্রথম দিকে ওকে পাওয়া যাবে না। ক্যান্ডিতে যে খেলাগুলি আছে সেই ম্যাচগুলিতে ওকে পাওয়া যাবে না।’ 

‘ওর (রাহুল) দিকে কড়া নজর রাখবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। আগামী ৪ তারিখের (সেপ্টেম্বর) পর রাহুলের বিষয়ে (ফিটনেসের) বিবেচনা করব আমরা। তারপর যেমন সিদ্ধান্ত নেওয়া হয়, সেরকম হবে। তবে আপাতত পরিস্থিতি ভালো লাগছে। ভালোভাবে সেরে উঠছে। প্রথম দুটি ম্যাচে ওকে পাওয়া যাবে না।’ যোগ করে বলেছেন তিনি। 

এদিকে চোট কাটিয়ে ফেরা শ্রেয়াস আইয়ার প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘ওকে (শ্রেয়াস আইয়ার) দেখে ভালো লাগছে। ওর কোনও সমস্যা নেই আর। ব্যাপারটা একেবারে সোজা, ও দলে এসেছে, ও খেলবে। ওকে এখন গেম টাইম দিতে হবে। ও (চোটের সময়) শুধুমাত্র ম্যাচ খেলার সুযোগ পায়নি। যে সুযোগটা আমরা ওকে এশিয়া কাপে দিতে চাই এবং বিশ্বকাপের জন্য ওকে প্রস্তুত করে ফেলতে চাই।’

 

-নট আউট/টিএ

উল্লেখ্য, আগামী ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া মিশন শুরু করবে ভারত। এরপর আগামী ৪ সেপ্টেম্বর নেপালের মুখোমুখি হবে তারা।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...