ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান অসভ্যতার শাস্তি পেয়েছেঃ শোয়েব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ০৫:২০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলের ঘটনা জন্ম দিয়েছে অনেক আলোচনার। যদিও পাক ছক্কা মেশিন আসিফ আলি ও আফগান পেসার ফরিদ আহমেদের তর্ক-বিতর্ক ছাপিয়ে সমস্ত আলো নিজের করে নিয়েছেন নাসিম শাহ। আলোর নিচে থাকা অন্ধকারে বারবার সামনে আসছে খেলোয়াড়দের মেজাজ হারানো ইস্যু। এই ঘটনায় এশিয়া কাপের বাকি অংশে আসিফ আলিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আফগান অধিনায়ক । এদিকে পাকিস্তানের সাবেক গ্রেট শোয়েব আখতারের মতে অসভ্যতার শাস্তি পেয়েছে আফগানিস্তান। 

 

বুধবার পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার ম্যাচের বিশ্লেষণের এক পর্যায়ে বলেন, ‘আফগানিস্তান যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তখন গোটা পাকিস্তান তাদের পাশে দাঁড়িয়েছে। এই তার প্রতিদান! আসিফ আলি আউট হওয়ার পরে যা করা হল, সেটা কী ধরনের আচরণ! ওকে ধাক্কা মারা হল, গালিগালাজ করা হল।’

 


আফগানিস্তান দলের উদ্দেশে শোয়েব বলেন, ‘তোমরা ক্রিকেট খেলতে এসেছ, সেটা খেলো। তার জন্য আবেগ থাকা ভাল। কিন্তু অসভ্যতা ভাল নয়। এই জন্যই আল্লাহ তোমাদের সাজা দিয়েছে। এই জন্যই একজন পাঠান ছক্কা মেরে তোমাদের হারিয়ে দিল। তোমাদের কাঁদতে হল।’

ম্যাচ শেষে গ্যালারীতে আফগান সমর্থকরা দৃষ্টিকটু কাজ করে। চেয়ার ভেঙে ফেলার এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ প্রসেঙ্গ শোয়েব বলেন, ‘এই তো আফগান সমর্থকদের অবস্থা। দেখুন, এরা কী করছে। আগেও ওরা বহুবার এ রকম করেছে। খেলাটাকে খেলার মতো করে দেখা উচিত। শাফিক স্টানিকজাই (আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মাকবেক কর্তা), আপনি দেখুন, আপনার ক্রিকেটার আর সমর্থকরা কী কাণ্ড করছে। খেলায় উন্নতি করতে চাইলে সবার আগে এদের সহবত শেখান।’

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...