ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নিয়মরক্ষার ম্যাচে ব্যাটিংয়ে খুলনা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৮

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সিলেটের। ছবি: ফেসবুক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সিলেটের। ছবি: ফেসবুক

নট আউট ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর থেকে ছিটকে গেছে গেলবারের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স। অন্য দিকে আজ (শুক্রবার) দিনের প্রথম মচে ফরচুন বরিশালের জয়ে আসর থেকে ছিটকে গেছে খুলনা টাইগার্সও৷ বিপিএলের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। 

এবারের আসরে এখন পর্যন্ত ১১ ম্যাচে ৪ জয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যায় দলটি। অন্যদিকে টানা চার জয়ে আসর শুরু করলেও প্লে-অফে উঠা হচ্ছে না এনামুল বিজয়ের দলের।

 

নিয়মরক্ষার এই ম্যাচে একাদশে ৫ পরিবর্তন এনেছে খুলনা টাইগার্স। একাদশে ফিরেছেন সোহান, রুবেল, নাহিদুলরা। বাদ পড়েছেন লুইস, নাসুমরা। অন্য দিকে সিলেটের একাদশে আসেনি কোন পরিবর্তন। 

খুলনা টাইগার্স একাদশ : এনামুল হক বিজয় (অধিনায়ক), জন রুস, জেসন হোল্ডার, হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ওয়েন পার্নেল, আরিফ আহমেদ, রুবেল হোসেন, নাহিদুল ইসলাম, ওশান থমাস।

সিলেট স্ট্রাইকার্স একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সামিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, শফিকুল ইসলাম, সানজামুল ইসলাম।

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...