কলকাতার কাছে হেরে প্লে-অফ শঙ্কায় মুম্বাইয়ের
প্রকাশিত: ৩ মে ২০২৪ ২৩:৫৪
নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুদ্রার দুই পিঠেই যেন অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা যেখানে লড়ছে সেরা দুইয়ে থেকে শেষ চারে যাওয়ার, সেখানে মুম্বাইয়ের লড়াইটা টেবিলের তলানিতে থাকার। শুক্রবারের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে প্রত্যাশিত জয় এসেছে কলকাতার।
ওয়াংখেড়েতে এদিন আগে ব্যাট ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কাটেশ আইয়ার করেছেন ৭০ রান, আসরে প্রথমবার খেলতে নামা মনিশ পান্ডের ব্যাট থেকে আসে ৪২ রান। জবাব দিতে নেমে ৭১ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। দলের একমাত্র লড়াই করা সূর্যের ৫৬ রানে স্বাগতিকরা কমাতে পেরেছে কেবল হারের ব্যবধান। শেষ পর্যন্ত মুম্বাই ১৪৫ রানে গুটিয়ে গেলে, ২৪ রানের জয়ে মাঠ ছাড়ে কলকাতা নাইট রাইডার্স।
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...
আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...
আপনার মূল্যবান মতামত দিন: