ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বৃথা গেল লিভিংস্টোন ঝড়, পচা শামুকে পা কাটল পাঞ্জাব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৩ ০৬:১২

৬ রানের জন্য শতক বঞ্চিত লিয়াম লিভিংস্টোন। ছবি: আইপিএল ৬ রানের জন্য শতক বঞ্চিত লিয়াম লিভিংস্টোন। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আগেই বাদ পড়া দিল্লির বিপক্ষে আজ (বুধবার) জয় পেতেই হতো পাঞ্জাব কিংসকে। ধর্মশালায় জয়ের লক্ষ্য নিয়ে মাঠা নামা পাঞ্জাব দিল্লির রান পাহাড় টপকাতে নেমে তীরে এসেছে ডুবেছে। তাতেই শেষ চারের স্বপ্ন আপাতদৃষ্টিতে নাই বললেই পাঞ্জাবের।

ধর্মশালায় এদিন আগে ব্যাট করে পৃথী শ্ব ও রাইলি রুশোর জোড়া হাফ সেঞ্চুরিতে ২১৩ রানের পাহাড় গড়ে দিল্লি ক্যাপিটালস। ৬টি করে চার ও ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন রাইলি রুশো। এছাড়া ৩৮ বলে ৫৪ রান করেন ওপেনার পৃথী শ্ব। লক্ষ্য তাড়া করতে নেমে লিয়াম লিভিংস্টোনের ব্যাটে ভালোই জবাব দেয় পাঞ্জাব কিংস।

তাকে দারুণ সঙ্গ দেয় অথর্ব তাইদে। তবে দিল্লির রানের পাহাড় শেষ পর্যন্ত টপকাতে পারেনি পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রানে থামে পাঞ্জাবের ইনিংস। ৫ চার ও ৯ ছক্কায় ৪৮ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। ৪২ বলে ৫৫ রান করেন অথর্ব তাইদে। ১৫ রানের জয়ে আসরে পঞ্চম জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...