পাত্তাই পেল না শ্রীলঙ্কা, এশিয়া কাপ ‘চ্যাম্পিয়ন’ ভারত
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ০৪:১৫
নট আউট ডেস্কঃ নারী এশিয়া কাপের ফাইনালটা হয়েছে একপেশে। যেখানে আধিপত্য বিস্তার করেই চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলেছে গেলবারের ফাইনালিস্ট ভারত। ফাইনালে তাঁরা লঙ্কানদের হারিয়েছে আট উইকেটের বড় ব্যবধানে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এদিন আগে ব্যাট করে মাতে ৬৫ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে, জয় তুলে নিতে ভারতের লেগেছে মাত্র ৫১ বল। স্মৃতি মান্ধানার জয়সূচক ছক্কায় রেকর্ড সপ্তম বারের মতো এশিয়া কাপ শিরোপা ঘরে তোলে ভারতের মেয়েরা। অন্যদিকে এই নিয়ে পঞ্চম বার এশিয়া কাপের ফাইনাল খেলেও শিরোপা ছোঁয়া হয়নি শ্রীলঙ্কার মেয়েদের।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু শুরু থেকে ভারতীয় বোলারদের তোপে সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। ইনিংসে মাত্র দুজন ব্যাটার দুঅঙ্কের কোটায় পৌঁছান। বাকিদের সবাই এক অঙ্কের কোটায় পেরোতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান আসে দশ নম্বরে ব্যাট করতে নামা রানায়েরার ব্যাট থেকে। এছাড়া রানাসিনহগ করেন ১৩ রান। ভারতের পক্ষে রেনুকা মাত্র ৫ রান দিয়ে তিন উইকেট নেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে স্মৃতি মান্ধানার ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। তবে দলীয় ৩৫ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। ৫ রান করে ফিরেন ওপেনার শেফালি ভার্মা, ২ রান করেন রদ্রিগেজ। এরপর অধিনায়ক হরমনপ্রিতকে নিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যান মান্ধানা। ৬ চার ও ৩ ছক্কায় ২৫ বলে আনবিটেন ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা। হরমনপ্রিত করেন ১১ রান।
-নট আউট/টিএ
নারী এশিয়া কাপে মা-মেয়ের অংশগ্রহন
চলমান নারী এশিয়া কাপ অতীতের সব আসরের তুলনায় ভিন্ন। কেননা এবারই প্রথম যেখানে পরিচালনার...
বেরসিক বৃষ্টিতে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের, সেমিতে থাই...
ইতিহাস গড়েই শেষ চারে নাম লিখিয়েছে থাইল্যান্ড।
অভিষেকেই হ্যাটট্রিকে ফারিহার বাজিমাত
অভিষেকেই বাজিমাত করেছেন তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সিলেটে আজ...
আপনার মূল্যবান মতামত দিন: