ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

অভিষেকেই হ্যাটট্রিকে ফারিহার বাজিমাত

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ০৩:৫৫

ফারিহা তৃঞ্চা। ছবি সংগৃহীত ফারিহা তৃঞ্চা। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ আন্তর্জাতিক নারী ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব অনেক বছর ধরেই সামলেছেন জাহানারা আলম। বৃহস্পতিবার জাহানারা হাত থেকেই টি-২০ ক্যাপ পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। এমনকি ২০ বছর বয়সী এ পেসারের কারণে সাইড বেঞ্চে ছিলেন জাহানারা।

 


আর অভিষেকেই বাজিমাত করেছেন তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সিলেটে আজ বাংলাদেশও ম্যাচটা জিতেছে ৮৮ রানে।

 


ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে তিন উইকেট তুলে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। বাংলাদেশের দেয়া ১৩০ রানের টার্গেটে ছুঁটছিল মালয়েশিয়া। ষষ্ঠ ওভারে তৃষ্ণাই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন। ওভারের দ্বিতীয় বলে উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে বোল্ড করেন তিনি। তৃতীয় বলে মাস এলিসা এলবির ফাঁদে পড়েন। চতুর্থ বলে ইসমাইলকেও বোল্ড করেন তৃষ্ণা।

 


হয়ে যায় হ্যাটট্রিক। আনন্দে-খুশিতে তৃষ্ণার কোলে উঠে পড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে ২০১৮ সালে আরব আমিরাতের বিপক্ষে লেগ স্পিনার ফাহিমা খাতুন হ্যাটট্রিক করেছিলেন।

 


নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিকের নজির আগে একবারই ছিল। ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন নেপালের অঞ্জলী চাঁদ।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

নারী এশিয়া কাপে মা-মেয়ের অংশগ্রহন 

চলমান নারী এশিয়া কাপ অতীতের সব আসরের তুলনায় ভিন্ন। কেননা এবারই প্রথম যেখানে পরিচালনার...

বেরসিক বৃষ্টিতে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের, সেমিতে থাই...

ইতিহাস গড়েই শেষ চারে নাম লিখিয়েছে থাইল্যান্ড। 

অভিষেকেই হ্যাটট্রিকে ফারিহার বাজিমাত

অভিষেকেই বাজিমাত করেছেন তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সিলেটে আজ...