ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ভারত শক্তিশালী, আমরাও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ০৫:১৭

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ সিলেটে নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

তিন ম্যাচে বাংলাদেশের জয় দুটি, চার ম্যাচে ভারতের জয় তিনটি। শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের কাছে ১৩ রানে হেরেছে ভারতীয় নারী দল। শনিবার তাই জয়ের ছন্দে ফিরতে মুখিয়ে থাকবে হারমানপ্রীতের দল। 

কালকের ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন বাংলাদেশের ওপেনার মুর্শিদা খাতুন। তবে এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং হোম কন্ডিশনে খেলবেন বলে লড়াই জমানোর আশা করছেন বাঁহাতি এই ব্যাটার। 

ভারতকে কার্যত একটা হুমকি দিয়ে রেখেই শুক্রবার সিলেটে সংবাদ সম্মেলনে মুর্শিদা বলেছেন, ‘শুধু ব্যাটিং না, সব বিভাগেই ভারত এগিয়ে। ওদের বোলিংটাও শক্তিশালী। তিন বিভাগেই শক্তিশালী। আমরাও কাছাকাছি কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর আমাদের ঘরের মাঠে খেলা। আমরা যদি তিনটা বিভাগেই ভালো করতে পারি ভালো কিছু হবে।’

শেষ ম্যাচে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছিল টাইগ্রেসরা। মুর্শিদা হাফ সেঞ্চুরি করেছিলেন। ভারতকে শক্তিশালী মেনেও উদ্দীপ্ত তিনি। মুর্শিদার মতে, ভারতের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে দলের সবার এনার্জি লেভেল উঁচুতে চলে যায়।

বাংলাদেশের এই ওপেনার বলেছেন, ‘ভারত, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে এনার্জি লেভেল চলে আসে। ওরা তো আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে, অনেক ভালো ওরা। সম্প্রতি ইংল্যান্ডে খেলে আসলো।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

নারী এশিয়া কাপে মা-মেয়ের অংশগ্রহন 

চলমান নারী এশিয়া কাপ অতীতের সব আসরের তুলনায় ভিন্ন। কেননা এবারই প্রথম যেখানে পরিচালনার...

বেরসিক বৃষ্টিতে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের, সেমিতে থাই...

ইতিহাস গড়েই শেষ চারে নাম লিখিয়েছে থাইল্যান্ড। 

অভিষেকেই হ্যাটট্রিকে ফারিহার বাজিমাত

অভিষেকেই বাজিমাত করেছেন তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সিলেটে আজ...