ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

হ্যাট্রিক গার্ল তৃষ্ণা, বাংলাদেশের জয় ৮৮ রানে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ০৩:০৫

হ্যাট্রিক গার্ল ফারিহা তৃঞ্চা। ছবি সংগৃহীত হ্যাট্রিক গার্ল ফারিহা তৃঞ্চা। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নারী এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষে ৮৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ দল। এদিন নারীদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেছেন  পঞ্চগড় এক্সপ্রেস ফারিহা তৃঞ্চা। 

 

নিজেদের বোলিং ইনিংসের ৬ষ্ঠ ওভারে হ্যাট্রিক করেন তৃঞ্চা। পরপর তিন বলে তৃষ্ণার শিকার হয়েছেন যথাক্রমে উইনিফার্ড দুরাইসিংগম (৫), মাস এলিসা (০) ও মাহিরা ইজ্জাতি (০)। ৪ ওভার বল করে ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো না হলেও সময়ের ব্যবধানে চাপ সামলিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি। শেষ পর্যন্ত দলের সংগ্রহ দাঁড়ায় ১২৯ রান। ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে মালয়েশিয়া করে মাত্র ৪১ রান। 

 

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

নারী এশিয়া কাপে মা-মেয়ের অংশগ্রহন 

চলমান নারী এশিয়া কাপ অতীতের সব আসরের তুলনায় ভিন্ন। কেননা এবারই প্রথম যেখানে পরিচালনার...

বেরসিক বৃষ্টিতে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের, সেমিতে থাই...

ইতিহাস গড়েই শেষ চারে নাম লিখিয়েছে থাইল্যান্ড। 

অভিষেকেই হ্যাটট্রিকে ফারিহার বাজিমাত

অভিষেকেই বাজিমাত করেছেন তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সিলেটে আজ...