ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

পঁচা শামুকে পা কাটল দক্ষিণ আফ্রিকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ২০:১৮

হেরে গেল দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ হেরে গেল দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যেত দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে পঁচা শামুকে পা কাটলে আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ত দলটি। অ্যাডিলেডে শেষ পর্যন্ত হয়েছেও তাই। নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপে আপসেটের জন্ম দিল প্রোটিয়ারা। তাতেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। দু'দলের সামনেই সুযোগ রয়েছে সেমিফাইনালে খেলা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হারে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। 

অ্যাডিলেডে এদিন আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হারের শঙ্কায় পড়ে তাঁরা। শেষ পর্যন্ত সেই শঙ্কা সত্যি করেই জয় থেকে ১৪ রান থাকতেই থামে দক্ষিণ আফ্রিকা। 

অ্যাডিলেইডে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান তোলে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের পক্ষে এদিন কলিন অ্যাকারমান অপরাজিত ৪১, স্টিফেন মাইবার্গ ৩৭ এবং টম কুপার করেন ৩৫ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। কেউই এদিন উইকেটে থিতু হতে পারেনি। তাই বড় ইনিংস খেলা হয়নি কারো। মাঝে রাইলি রুশো খানিকটা আশা জাগালেও। সর্বোচ্চ ২৫ রান করে ফিরলে সেই আশা নিরাশায় পরিণত হয় প্রোটিয়াদের। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে দক্ষিণ আফ্রিকা। ফলে, ১৩ রানের জয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখে ডাচরা। দলটির পক্ষে ব্র‍্যান্ডন গ্লেভার নেন ৩ উইকেট। ক্লাসেনের শিকার ৩ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...