ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ফাইনালে রেকর্ড তৈরী, বলের গতি ১৫৭.৩ কিমি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২২ ১৮:৫৪

আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স৷ ছবি সংগৃহীত আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: এবারের আইপিএলে গতির ঝড়ে আলো নিজের করে নিয়েছিলেন উমরান মালিক৷ ডাক পেয়েছেন জাতীয় দলেও৷ আইপিএল ফাইনালে গতির ঝড় তুললেন গুজরাট টাইটানসের গতি তারকা লকি ফার্গুসন।

সানরাইজার্স হায়দারাবাদ পেসার উমরান মালিকের ঘণ্টায় ১৫৬.৯ কিলোমিটার গতিতে করা আসরের দ্রুততম বলের রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন তিনি। রাজস্থানের বিপক্ষে ফাইনালে ঘণ্টায় ১৫৭.৩ কিলোমিটার গতিতে  বল ছুঁড়েছেন এই কিউই পেসার।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলটি ছিল ১৫৭.৩ কিমির। ফার্গুসনের ইয়র্কার লেংথের বলটি মোকাবিলা করেছেন রাজস্থান ওপেনার জস বাটলার। সেই বল থেকে কোনো রান হয়নি।

এর আগে প্রথম রাউন্ডের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে ১৫৬.৯ কিলোমিটার গতিতে করা হায়দারাবাদের পেসার উমরান মালিকের বলটি ছিল এবারের আসরের দ্রুততম। ফাইনালে রেকর্ডটি নিজের করে নিলেন ফার্গুসন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...