ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজকে চালাক বানিয়েছে চেন্নাই

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪ ১১:৪৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ‘বাংলাদেশ থেকে আইপিএলে মুস্তাফিজ ভালো ইনজয় করেন’, গতকাল এমন কথাই বলেছিলেন বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম। আইপিএলের চলতি আসরে মুস্তাফিজ মাঠ মাতাচ্ছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ভারতীয় গণমাধ্যমের প্রচলিত কথা, মুম্বাই কিংবা চেন্নাইয়ে যারা খেলে তাদের সাফল্যের হার অন্যান্যদের তুলনায় একটু বেশিই। এই কথার সাথে তাল মিলিয়ে ভারতের সাবেক ব্যাটার মনোজ তিওয়ারি বলেছেন, আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলতে গিয়ে আগের চাইতে বেশ পরিণত মুস্তাফিজুর রহমান।

 

তিওয়ারি বলেন, 'উইকেট যদি স্লো হয় তাহলে মুস্তাফিজকে তো আপনি চাইবেন-ই। কারণ সে বেশ কয়েকটা ম্যাচে ভালো করেছে আর উইকেট পক্ষে থাকলে তো কথাই নেই। মুস্তাফিজ এখন অনেক চালাক হয়ে গেছে। আসলে চেন্নাইয়ে যাওয়ার পর প্লেয়ারদের এমনিই উন্নতি হয়। কারণ দলের পরিবেশটা, গাইডেন্স সবকিছুই অন্যরকম।'

মুস্তাফিজের এবারের আইপিএল পারফরম্যান্স সমীহ জাগানীয়। সর্বোচ্চ উইকেট শিকারির দৌঁড়ে বর্তমানে রয়েছেন ভালো অবস্থানে। তবে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত আইপিএল খেলার সুযোগ থাকায় পার্পল ক্যাপ জয়ের সুযোগ থাকছে না এই বাঁহাতি পেসারের সামনে। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...