ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নাটকীয় ম্যাচে সুপার ওভারে জিতল ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৪ ০০:১৯

নাটকীয় জয় পেল ভারত। গেটি ইমেজ নাটকীয় জয় পেল ভারত। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বোলিংয়ে শেষ দুই ওভারে ৫৮ রান খরচ করে ম্যাচটা নিজেদের আয়ত্তের অনেকটা বাইরে নিয়ে যায় আফগানিস্তান। যদিও ব্যাটিংয়ে সেই ক্ষত খানিকটা পুষিয়ে দেন গুরবাজ-নাবীরা। এরপরেও জয়ের জন্য শেষ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ১৯ রান। মুকেশ কুমারের নিয়ন্ত্রণহীন বোলিংয়ে গুলবাদিন নাইব ম্যাচটা এনে দেন আফগানদের দিকে। শ্বাসরুদ্ধকর এই ম্যাচ শেষ পর্যন্ত হয়ে যায় দারুণ ‘টাই’। 

নিশ্চিতভাবে ম্যাচ গড়ায় সুপার ওভারে। কিন্তু সেখানেও যে অপেক্ষা করছে আরেক নাটকীয়তা সেটা হয়তো আন্দাজও করতে পারেনি কেউ। সুপার ওভারে আগে ব্যাট করে আফগানরা তুলতে পারে ১৬ রান। জবাবে ভারতও করে তাই। তাতেই সুপার ওভারও হয় ‘টাই’৷ দ্বিতীয় সুপার ওভারে আগে ব্যাট করা ভারত রোহিত শর্মার ব্যাটে পেয়েছিল উড়ন্ত সূচনা। 

প্রথম দুই বলেই ভারতীয় অধিনায়ক এনে দেন ১০ রান। ওভারের তৃতীয় বলে ১ রান এলেও, পরের দুই বলেই ২ উইকেট হারায় ভারত। ফলে, ১২ রানের টার্গেট পায় আফগানিস্তান। সেই রান তাড়া করতে নেমে ১ রানের বিনিময়ে রবি বিষ্ণুই ফেরান মোহাম্মদ নাবী ও রহমান উল্লাহ গুরবাজকে। ফলে নাটকীয় জয়ে আফগানিস্তানকে ধবলধোলাই করে ভার‍ত।

 

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷