ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স, ‘অর্জুন’ পুরস্কারে মনোনীত শামি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩ ১০:০৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে দূর্দান্ত পারফরম্যান্স করেছেন মোহাম্মদ শামি। যার ফল স্বরূপ পেলেন ‘অর্জুন’ পুরস্কার। ভারতে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা হলো খেলরত্ন। আর দ্বিতীয় পুরস্কার হলো ‘অর্জুন’। 

 

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট শিকার করেছিলেন শামি। অর্জুন পুরস্কারের তালিকায় শুরুতে শামির নাম ছিল না। তবে  বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করায় অর্জুন পুরস্কারের তালিকায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে শামির নাম প্রস্তাব করা হয়েছে।

১৯৬১ সাল থেকে এই সম্মাননা পুরস্কার প্রদান করে আসে ভারত। অর্জুন পুরস্কার প্রাপ্তিদের একটি ব্রোঞ্জপদক, একটি মানপত্র ও ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়। 

 

-নট আউট/এমআরএস



 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷