ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পারফরম্যান্সের বিকল্প দেখছেন না সাইফ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ মে ২০২৪ ১২:১৮

মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি; বিসিবি মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি; বিসিবি

নট আউট ডেস্কঃ জাতীয় দলে পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের ফেরাটা দীর্ঘ প্রায় ১৮ মাস পর। এর মাঝে সাইফকে পার করতে হয়েছে নানা চড়াই উৎরাই। ইনজুরি, অফর্ফম সবমিলিয়ে সময়টা খুব একটা সহজ ছিল না সাইফের জন্য। তবে, সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেকে নতুন করেই প্রমাণ করেছেন ফেনীর এই পেসার। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরে প্রত্যাবর্তনটা স্মরণীয় করেই রেখেছেন সাইফউদ্দিন। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেতে এমন পারফরম্যান্স অত্যাবশকীয়ই সাইফের জন্য। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৫ রানের খরচায় তুলে নিয়েছেন তিন উইকেট। জিম্বাবুয়েকে অল্প রানে আটকে দিতে সাইফ রেখেছিলেন মূখ্য ভূমিকা। তাতেই ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। 

এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাইফ জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেতে তাকে এভাবেই পারফর্ম করে যেতে হবে। তিনি বলেছেন, ‘যেহেতু ২০২৪ বিশ্বকাপ দলে সুযোগ পেতে চাই তাই আমার জন্য পারফরম্যান্সের বিকল্প নেই। এর আগে সম্ভবত ২০২২ বিশ্বকাপ দল থেকে আমি বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এজন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম এবং চাচ্ছিলাম পারফর্ম করার।’

সাগরিকার উইকেট সাইফউদ্দিনের জন্য নতুন কিছু নয়। এখানেই বেড়ে উঠা এই পেসার, ববয়স ভিত্তিক ক্রিকেটের অনেকটা সময় পার করেছেন সাগরিকায়। পরিচিত কন্ডিশন পেয়েই কিনা জ্বলে উঠেছেন সাইফ। তিনি আরও বলেছেন, ‘কিছুদিন আগে আমরা যখন বিপিএল খেলছি, এখানের কন্ডিশনটা জানি। চট্টগ্রাম বরাবরই আমার চেনা কন্ডিশন।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।