ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইমাদ ওয়াসিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩ ১০:২৪

ইমাদ ওয়াসিম। গেটি ইমেজ ইমাদ ওয়াসিম। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জাতীয় দলে বরাবরই ব্রাত্য ছিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও দলে রাখা হয়নি তাকে। জাতীয় দলে ফেরার রাস্তাটাও প্রায় বন্ধ ছিল এই তারকা অলরাউন্ডারের জন্য। তাতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম।

গতকাল (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) ইমাদ ওয়াসিম এই ঘোষণা দেন। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘টি-২০ ও ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়েছে। নতুন নেতৃত্ব এবং কোচের সাথে পাকিস্তান ক্রিকেটে এটি একটি ভালো সময়ের শুরু।’

জাতীয় দলে খুব একটা নিয়মিত মুখ না হলেও এটাকেই অবসর নেওয়ার সঠিক সময় মনে করেছেন তিনি। ইমাদ ওয়াসিম আরো বলেন, ‘ইদানিং আমি আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ভাবছিলাম। ভাবার পর আমি এটি উপলব্ধি করতে পারছি যে এটাই আমার অবসরে যাওয়ার উপযুক্ত সময়। আমাকে সাপোর্ট করার জন্য পিসিবি ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার জন্য আমার শুভকামনা রইল। আমি নিজেকে এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে আগামীর দিকে ফোকাস করতে চাই।’

জাতীয় দলকে বিদায় জানালেও ইমার ওয়াসিম চালিয়ে যাবেন ঘরোয়া ও ফ্র‍্যাঞ্চাইজি লিগ। জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সবমিলিয়ে ম্যাচ খেলেছেন ১২১টি। দুই ফরম্যাটে রান করেছেন প্রায় ১৫০০। এছাড়া বল হাতে উইকেটে শিকার করেছেন ১০৯টি। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷